Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: দেখুন! হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام মেহমানদের কাছে এটাও জিজ্ঞাসা করেননি যে, আপনারা কোথা থেকে এসেছেন? কোথায় যাচ্ছেন? আপনাদের নাম কী? বরং সঙ্গে সঙ্গেই মেহমানদারিতে ব্যস্ত হয়ে পড়লেন। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৫০৫)
আমাদেরও উচিত, মেহমানদের সাথে এমন আচরণ করা। আমাদের প্রিয়জন ও আত্মীয় মেহমান হয়ে এলে তো আমরা মেহমানদারি করিই, যদি অপরিচিত কেউ আসে, তবে তার খাতির-যত্নেও যেন কোনো ত্রুটি না হয়।
দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মানুষ খাবার ছাড়া চলতে পারে না, তবে খাবার গ্রহণের শর্ত হলো, খাওয়া-দাওয়ায় বাড়াবাড়ি না করা (অর্থাৎ খুব বেশি না খাওয়া), কারণ যে শুধু পেট ভরার চিন্তায় থাকে, তার গুরুত্ব ও দাম সেটাই, যা পেট থেকে বের হয়। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৫১২) হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -কে কেউ জিজ্ঞেস করেছিল: আপনি ক্ষুধার্ত থাকার প্রতি এত জোর কেন দেন? তিনি উত্তর দিলেন: কারণ যদি ফেরাউন ক্ষুধার্ত থাকত, তবে সে কখনো খোদা দাবি করত না। যদি কারুন ক্ষুধার্ত থাকত, তবে সে ঔদ্ধত্য করত না। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৫১৩)
ó খাওয়ার আদবের মধ্যে এটাও আছে যে, একা খাবে না, যা খাবে অন্যদেরও তাতে অংশীদার করবে। ó দস্তরখানায় চুপ করে বসে থাকবে না (বরং সুযোগ বুঝে ভালো ভালো কথা বলবে)। ó বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করবে। ó খাবার, পানি বা পাত্র ইত্যাদি রাখা ও