Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
হাতে খাবে এবং ডান হাতে পান করবে, ডান হাতে নেবে এবং ডান হাতে দেবে, কারণ শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে, বাম হাতে দেয় এবং বাম হাতে নেয়। (ইবনে মাজাহ, খণ্ড ২, পৃষ্ঠা ১২, হাদীস ৩২৬৬) ★ ডান দিকে নেক ফাল রয়েছে, কারণ এটি জান্নাতীদের দিক। (ফয়যুল ক্বদির, ৫/২৬৩, ৬৯৯৫নং হাদীসের পাদটীকা) ★ ডান হাতে খাওয়া-দাওয়া করা সুন্নাত। (আদাবে বা’আম, পৃষ্ঠা ১৩০) ★ নেকি লেখার ফেরেশতা ডান দিকে থাকে, এ কারণে এই দিকটি উত্তম। (মিরআতুল মানাজীহ, ১৪/২৮৭) ★ মাওলানা মুহাম্মদ সরদার আহমদ কাদেরী চিশতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করো, এই অভ্যাস এমন দৃঢ় হয়ে যাক যে, কাল কিয়ামতের দিন যখন আমালনামা প্রদান করা হবে, তখন এই অভ্যাসের কারণে ডান হাতই এগিয়ে যাবে, তাহলে তো কাজ হয়ে যাবে। (হায়াতে মুহাদ্দিসে আ'যম, পৃষ্ঠা ৩৭৪)
ডান হাতে লেনদেনের অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, তাই সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد