Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
এসো যেখানে কেউ দেখার মতো নেই। সেই তরুণকেও একইভাবে পাখি দেওয়া হলো এবং তাকেও একই কথা বলা হলো। কিছুক্ষণ পর তাদের প্রত্যেকে জবাই করা পাখি নিয়ে ফিরে আসল কিন্তু সেই তরুণ জীবিত পাখি হাতে নিয়ে ফিরে আসল। পীর সাহেব জিজ্ঞাসা করলেন যে, অন্যদের মতো তুমি একে জবাই করলে না কেন? সে আরয করল: হুযুর! আমি এমন কোনো জায়গা পাইনি যেখানে কেউ দেখছে না, কারণ আমি যেখানেই গেছি, সেখানেই দেখেছি যে আল্লাহ পাক আমাকে দেখছেন। তাই বাধ্য হয়ে ফিরে এসেছি। এই কথা শুনে সকল পীর ভাইদের চোখের উপর থেকে পর্দা সরে গেল এবং তারা কেবল পীর সাহেবের কাছে ক্ষমা চাইল না, বরং আরয করল: সত্যিই এই তরুণ এই সম্মানের অধিকারী। (ইহইয়াউ উলূমিদ্দীন, ৫/১২৮ )
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২) নিজের সাথেও আদব বজায় রাখুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আদবের দ্বিতীয় প্রকার হলো: اَدَب النَّفْس অর্থাৎ নিজের সাথে আদব করা।
এটা কেমন অদ্ভুত কথা! আজ পর্যন্ত আমরা এটাই শুনে এসেছি যে, আমাদের অন্যদের সাথে আদব করতে হবে, কিন্তু দাতা হুযুর
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলছেন: অন্যদের সাথে তো আদব করতেই হবে, এর পাশাপাশি নিজের সাথেও আদব করতে হবে। কেনইবা করতে হবে না, কারণ আমাদের এই শরীর, আমাদের এই প্রাণ, আমাদের সবকিছু আসলে আমাদের নয়, বরং আল্লাহ পাকের। আল্লাহ পাক ইরশাদ করেন: