Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَ اَهْلِیْكُمْ نَارًا وَّ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَةُ
(পারা ২৮, সূরা তাহরীম, আয়াত ৬) কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! নিজেদেরকে ও নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর।
সাহাবীয়ে রাসূল, সুলতানুল মুফাসসিরীন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا এই আয়াতে করীমার তাফসীরে বলেন: أَيْ فَقِّهُوهُمْ وَأَدِّبُوهُمْ অর্থাৎ হে ঈমানদারগণ! তোমাদের উপর আবশ্যক যে, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও! আর এটা কিভাবে হবে? তোমরা কিভাবে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে সেই আগুন থেকে বাঁচাতে পারো? এর উপায় হলো, তোমরা নিজেরাও দ্বীনের জ্ঞান অর্জন করো এবং তোমাদের পরিবারকেও দ্বীন শেখাও! নিজেরাও আদব শেখো এবং তোমাদের পরিবারকেও আদব শেখাও...!! (তাফসীর কুশাইরী, পারা: ২৮, সূরা তাহরীম, ৬ নং আয়াতের পাদটিকা, ৩/৩৩৪)
মুসলমানদের প্রিয় আম্মাজান, হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী, মক্কী মাদানী, রাসূলে হাশমী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেন: সন্তানের উপর তার বাবার হক হলো যে, সে তার একটি সুন্দর নাম রাখবে এবং তাকে উত্তম আদব শেখাবে। (শু'আবুল ঈমান, বাবু ফী হুকুকিল আওলাদ, খণ্ড ৬, পৃষ্ঠা: ৪০২, হাদীস: ৮৬৬৭)