Book Name:Naik Amal Ke Dunyawi Faiday
সাহায্য করার জন্য গুহার ভিতর প্রবেশ করল, ভিতরে খুবই অন্ধকার ছিল, কাঁদাও ছিল, এরপরও সে সামনে অগ্রসর হতে লাগল, হঠাৎ সে কারো শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেল, সে অন্ধকারে খোঁজাখোজি করলে বুঝতে পারল যে, এটা কোন মানুষের শরীর, সে ইবনে জুদয়ানকে ডাক দিল, ইবনে জুদয়ান এখনো জীবিত ছিল, প্রতিবেশী তার মুহসীনকে সাহায্য করল এবং তাকে গুহা থেকে বের করে ঘরে নিয়ে আসল, ঘরে এসে সে জিজ্ঞাসা করল: হে ইবনে জুদয়ান ! তুমি গুহাতে প্রায় এক সপ্তাহ বন্দী ছিলে, এতদিন পানাহার ছাড়া তুমি কিভাবে জীবিত ছিলে? ইবনে জুদয়ান বলল: খুবই অন্ধকার ছিল, আমি কিছুই দেখতে পেতাম না, তবে প্রতিদিন আমার মুখের কাছে দুধের একটি পাত্র আসত, আমি সেটা পান করে নিতাম, এরই মাধ্যমে জীবিত ছিলাম কিন্তু গত দুই দিন যাবৎ জানি না কেন পাত্র আসা বন্ধ হয়ে গেল। প্রতিবেশী বুঝে গেল, তুমি আমাকে উটনী তোহফা হিসেবে দিয়েছিলে, দুইদিন আগে তোমার ছেলে আমার কাছ থেকে ওই উটনী নিয়ে গেছে। তোমার প্রদত্ত উটনীর দুধ আমরা গরীবরা পান করতাম, এর বদলা (প্রতিদান) তুমি গুহার মধ্যে পাচ্ছিলে।
হে আশিকানে রাসূল! এটাই হল নেক আমলের দুনিয়াবী উপকার, আমরা যেই নেক আমলই করিনা কেন সেটাকে নিঃশেষ করে দেওয়া হয় না, নেকী খারাপ মূহুর্তে কাজে এসে যায়। এই কারণে নেক আমল করতে থাকা উচিত।
পরিবার, সন্তানদের হেফাযত
নেক আমলের আরো অনেক দুনিয়াবী উপকার রয়েছে, যেমন: নেক আমলের বরকতে শত্রুদের থেকে হেফাজত করা হয়। * নেক আমলের বরকতে আসমান জমিনের বরকত নসীব হয়। * নেক আমলের বরকতে দারিদ্রতা ও অভাব থেকে মুক্তি পাওয়া যায়। * নেক আমলের বরকতে আল্লাহ পাকের বিশেষ সাহায্য লাভ হয়। * নেক আমলের বরকতে হায়াত বৃদ্ধি পায়। * নেক আমলের বরকতে ইচ্ছা শক্তি সুদৃঢ় হয়। * নেক আমলের বরকতে সম্মান বৃদ্ধি পায়। * আল্লাহ পাক মাখলুকের অন্তরে নেক বান্দাদের ভালোবাসা প্রবেশ করিয়ে দেন। * আরেক অন্যতম উপকার হল নেক আমলের