Naik Amal Ke Dunyawi Faiday

Book Name:Naik Amal Ke Dunyawi Faiday

() যেমন নিয়্যত তেমন উদ্দেশ্য:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ভালো ভালো নিয়্যত সম্পন্ন নেক আমলের আরেকটি দুনিয়াবী উপকার আরজ করব প্রসিদ্ধ বাণী হল: যেমন নিয়্যত তেমন উদ্দেশ্য ভালো নিয়্যতের একটি দুনিয়াবী উপকার এটাও যে, ভালো নিয়্যতের বরকতে আল্লাহ পাক চাইলে না শুধু উদ্দেশ্য পূরণ হয় বরং সর্বোত্তমভাবে পূরণ হয় যদি নিয়্যতে মন্দতা এসে যায় তবে আমাদের উদ্দেশ্য পূরণ হোক বা না হোক তবে ক্ষতি অবশ্যই হয়

 

নামাযের দুনিয়াবী উপকারিতা

    ৭২ নেক আমল সমূহ হতে আরেকটি নেক আমল হল: আপনি কি আজকে পাঁচ ওয়াক্ত নামায জামায়াত সহকারে আদায় করেছেন?

    নামায তো দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠিনামায পড়ার পার্থিব যে উপকার আছে তাতো আছেই, দুনিয়াবী উপকার এতটাই বেশি যে, সেগুলির গণনা করা যায় না

 

() নামাযের সামাজিক উপকার:

    * নামায হল একটি শুকরিয়া আর  শুকরের বরকতে নেয়ামত বৃদ্ধি পায় * নামায প্রত্যেক মুসলমানের উপর ফরজ, যে পাঁচ ওয়াক্ত নামায ধারাবাহিকতার সাথে আদায় করার অভ্যাস বানিয়ে নেয় اِنْ شآءَ الله ফরজ আদায়কারী হয়ে যাবে * অবহেলা * উদাসীনতা * এবং অলসতার বিপদ থেকে বাঁচতে সফলকাম হয়ে যাবে * আধুনিক সাইকোলজি (মনোবিজ্ঞান) অনুযায়ী যে কোন কাজে সফলতার জন্য সুদৃঢ় ইচ্ছা শক্তি অবশ্যই আবশ্যক যার ইচ্ছা শক্তি সুদৃঢ় হয় না সে দ্বিধাদ্বন্ধে পড়ে যায়, এই কারণেই ইচ্ছা শক্তিকে সফলতার মূল শর্ত বলে আখ্যায়িত করা হয়েছেনামাযের এক দুনিয়াবী শ্রেষ্ট উপকার হল এই নেক আমলের বরকতে ইচ্ছা শক্তিও সুদৃঢ় হয়ে যায়* আর নামাযের এক অন্যতম উপকার হল নামায সুরক্ষার প্রাচীর, ঔষধ দু ধরনের হয়ে থাকে, একটি নরমাল ঔষধ যেটা রোগাক্রান্ত ব্যক্তির রোগ দূরীভূত করে আরেকটা হল ভ্যাকসিন