Book Name:Naik Amal Ke Dunyawi Faiday
বাকারা পড়া হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। (মুসলিম, পৃঃ ৩০৪, হাদিস: ১৮২৪) (২) ইরশাদ করেন: যেই ঘরে আল্লাহ পাকের যিকির করা হয় এবং যেই ঘরে আল্লাহ পাকের যিকির করা হয় না, উভয়ের উদাহরণ জীবিত ও মৃতের ন্যায়। (বুখারী, ৪/ ২২০, হাদিস:) * ঘরে আসা যাওয়ার সময় উঁচু আওয়াজে সালাম করুন * মা অথবা বাবাকে আসতে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যান। * দিনে কমপক্ষে একবার ইসলামী ভাই বাবার আর ইসলামী বোন মায়ের হাত এবং পায়ে চুম্বন করুন। * বাবা-মা’র সামনে আওয়াজ নিচু রাখুন, তাদের চোখে চোখ রাখবেন না। * তাদের অর্পিত প্রত্যেক ওই কাজ যেটা শরয়ী বিরোধী না হয় তাড়াতাড়ি করে নিন। * মা এমনকি ঘর ও বাহিরে একদিনের বাচ্চাকেও “ আপনি” বলে সম্বোধন করুন। * নিজের মহল্লার মসজিদে এশার জামায়াতের সময় থেকে নিয়ে দুই ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। * হায়! তাহাজ্জুদের সময় চোখ খুলে যেত অন্যথায় কমপক্ষে ফজরের নামায খুব সহজে (মসজিদের প্রথম কাতারে জামায়াত সহকারে) সুযোগ হত! এরপর কাজ কর্মেও অলসতা যেন না হয়। * ঘরে যদি নামাযে অলসতা হয়, পর্দাহীনতা, ফীল্ম, ড্রামা এবং গান বাজনার ধারাবাহিকতা হয় তবে বারংবার তিরস্কার করবেন না।
ঘরে দ্বীনি পরিবেশ তৈরী করার অবশিষ্ট মাদানী ফুল তরবিয়তী হালকায় বর্ণনা করা হবে সুতরাং সেগুলো শিখার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ