Book Name:Naik Amal Ke Dunyawi Faiday
(Vaccine), এটা রোগও দূর করে, সাথে সাথে ভবিষ্যতে ওই রোগ না হওয়া থেকেও বাঁচায়, নামায মূলতঃ এক রুহানী ভ্যাকসিন, আল্লাহ পাক ইরশাদ করেন:
اِنَّ الصَّلٰوۃَ تَنْہٰی عَنِ الْفَحْشَآءِ و الْمُنْکَرِ َ
(পারা ২১, সূরা আনকাবুত, আয়াতঃ ৪৫) কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় নামায অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে।
এটা নামাযের অন্যতম উপকার যে, নামায না শুধু আমাদের নেতিবাচক চিন্তা, নেতিবাচক কাজ, নেতিবাচক চরিত্রকে ইতিবাচক করে বরং আমাদের কার্যাবলি, চরিত্র, অভ্যাস, কথাবার্তা ইত্যাদিকে পুনরায় নেতিবাচক হওয়া থেকে বাঁচিয়ে নেয়।
একবার এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ বারেগাহে রেসালতে উপস্থিত হলেন, আরজ করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! অমুক ব্যক্তি নামাযও পড়ে আবার চুরিও করে। আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তাকে ছেড়ে দাও, তার নামায তাকে চুরি থেকে বিরত রাখবে।
(মুসনদে ইমাম আহমদ, খণ্ড: ৪, পৃঃ ৬৫৮, হাদিস: ১০০৩০)
سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! নামাযের ৬টি শর্ত, ৭ ফরজ, ৩০ ওয়াজিব, ৯২ টি সুন্নাত এবং অনেক বাতেনী আদব রয়েছে। যদি আমরা এই সব কিছুর দিক লক্ষ্য রেখে নামায আদায় করি তাহলে اِنْ شآءَ الله নামায আমাদের চরিত্র ও কার্যকলাপকে পরিচ্ছন্ন করে ইতিবাচক ও আকর্ষণীয় বানিয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামায ধারাবাহিকতার সাথে মসজিদে প্রথম তাকবীরের সাথে পড়ার তাওফিক দান করুক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২) নামাযের শারীরিক উপকার:
প্রিয় ইসলামী ভাইয়েরা! শারীরিকভাবেও নামাযের অনেক উপকার রয়েছে। নামাযের বরকতে বান্দা * মস্তিস্ক (Mental) * স্নায়ুবীয় Neural * মানসিক রোগ Psychological Diseases * গ্রন্থির ব্যাথা Joints pain * পাকস্থলী আলসার Stomach ulcers * সুগার