Naik Amal Ke Dunyawi Faiday

Book Name:Naik Amal Ke Dunyawi Faiday

ঘরে দ্বীনি পরিবেশ তৈরী করার অবশিষ্ট মাদানী ফুল:

    * সবাইকে নম্রতার সাথে সুন্নাতে ভরা বয়ান শোনান اِنْ شآءَ الله মাদানী ফলাফল আসাটা দেখতে পাবেন * ঘরে যতই ধমক বরং মারপিটও হয়, ধৈর্য ধৈর্য এবং ধৈর্যধারণ করুন, যদি আপনি মুখ খুলেন তবে দ্বীনি পরিবেশ তৈরী হওয়ার কোন আশা নেই বরং অনৈক্য তৈরী হবে * অহেতুক কঠোরতা করলে কখনো কখনো শয়তান মানুষকে জেদী বানিয়ে দেয়সুতরাং রাগ, খিটখিটে স্বভাব এবং বকাঝকা ইত্যাদি অভ্যাস একেবারে ছেড়ে দিন * ঘরে প্রতিদিন ফয়যানে সুন্নাত এর দরস অবশ্যই অবশ্যই দিন এবং শুনুন * নিজের ঘরের সদস্যদের দুনিয়া আখিরাতের ভালোর জন্য আগ্রহের সহিত দোয়াও করতে থাকুন, দোয়া মুমিনের হাতিয়ার * শ্বশুরবাড়িতে অবস্থানরত মহিলারা যেখানে ঘরের কথা আলোচনা হয় সেখানে শ্বশুরবাড়ি আর যেখানে বাবা-মা কথা আলোচনা হয়  সেখানে শ্বশুর শাশুড়ির সাথে উত্তম আচরণ করবে, যতক্ষণ না কোন শরয়ী প্রতিবন্ধকতা না আসে (জান্নাত কি তৈয়্যারি, পৃঃ ১১৬-১১৮) * ঘরের সদস্যদের গোনাহ ভরা চ্যানেল থেকে ফিরিয়ে শুধুমাত্র মাদানী চ্যানেল দেখানোর ব্যবস্থা করুন (ফয়যানে দাতা আলী হাজবেরী, পৃঃ ) * ভাবগাম্বীর্যতা অবলম্বন করুন! ঘরে তুই তুকারি, আবল-তাবল এবং হাসি টাট্টা করা, কথায় কথায় রাগান্বিত হওয়া, খাবারে দোষ ত্রুটি বের করা, ছোট ভাই বোনদের বকাঝকা করা, মারধর করা, ঘরে বড়দের সাথে ঝগড়া এবং বাকবিতন্ডা করার অভ্যাস থাকলে নিজের অভ্যাস একেবারে পরিবর্তন করে ফেলুন, প্রত্যেকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন

(ফয়যানে শামসুল আরেফীন, পৃঃ ২৭)

 

তারকা দেখার সময় দোয়া:

    দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুসারে তারকা দেখার সময় দোয়া মুখস্থ করানো হয়আর দোয়াটি হল:

رَبَّنَا  مَا  خَلَقْتَ  هٰذَا  بَاطِلًاۚ-سُبْحٰنَكَ  فَقِنَا  عَذَابَ  النَّارِ(۱۹۱)

    অর্থাৎ হে আমাদের প্রতিপালক! তুমি এটাকে অনর্থক সৃষ্টি করোনি, পবিত্রতা তোমার জন্যঅতঃপর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন (খাযিনায়ে রহমত, পৃঃ ৭০)