Book Name:Naik Amal Ke Dunyawi Faiday
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সিদ্দীক ও ফারুকের প্রতি ভালোবাসার বরকত
হযরত ইয়াহইয়া বিন ইসমাইল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার এক বড় বোন ছিল, সে অসুস্থ হয়ে গেলো এবং নিজের মানসিক ভারসাম্য (Mental Balance) হারিয়ে ফেললো। কমপেক্ষে ১০ বছরের অধিক সময় সে এই পরীক্ষার সম্মুখীন ছিল। ঘরের ছাদে একটি কক্ষ ছিল, সে ওই কক্ষে থাকতো। এক রাতে এমন হল যে, আমি আমার কক্ষে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কেউ দরজায় করাঘাত করল, আমি জিজ্ঞেস করলাম: কে? দরজায় করাঘাতকারী একজন মহিলা ছিল, যখন সে তার নাম বলল তখন আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম:আমার বোন? জবাব আসলো, হ্যাঁ, তোমার বোন। এটা শোনার সাথে সাথে আমি লাফ দিয়ে তাড়াতাড়ি দরজা খুললাম। আজকে ১০ বছর পর আমার বোন আমার ঘরে প্রবেশ করছে, তার মানসিক ভারসাম্যহীনতা কিভাবে ঠিক হয়ে গেল? কষ্ট কিভাবে দূর হয়ে গেল? এই ব্যাপারে বলতে গিয়ে আমার বোন বললো, আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নে কেউ আমাকে বললো: আল্লাহ পাক তোমার দাদার নেকীর বরকতে তোমার পিতা ইসমাইলকে হিফাজত করেছেন এবং তোমার পিতা ইসমাইলের বরকতে তোমাকে হিফাজত করেছেন। তোমার দাদা ও পিতা شَیْخَیْنِ کَرِیْمَیْن অর্থাৎ মুসলমানদের ১ম ও ২য় খলিফা হযরত আবু বকর সিদ্দিক এবং ফারুকে আজম رَضِیَ اللهُ عَنْہُمَا দ্বয়কে অগাধ ভালোবাসতেন। এই কারণে হযরত সিদ্দিকে আকবর এবং ফারুকে আজম رَضِیَ اللهُ عَنْہُمَا উভয়ই আল্লাহ পাকের দরবারে তোমার ব্যাপারে সুপারিশ করেছেন। এখন তুমি যদি চাও আমি দোয়া করব,