Book Name:Naik Amal Ke Dunyawi Faiday
নেক আমল নম্বর ৩৩ অনুসারে তাহাজ্জুদের নামায পড়ার বরকতে বার্ধক্য দেরীতে আসে এবং চেহারা নূরানী হয়ে যায়।
নেক আমল নম্বর ৩৮ অনুসারে সত্য কথা বলার বরকতে শারীরিক এবং মস্তিস্কের উন্নতি হয়। একটি রিপোর্টে বলা হয়েছে যে, মিথ্যা বলা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং নিদ্রাহীনতা ও আলসারের কারণ হয়। মিথ্যাবাদী সত্যকে গোপন করার কারণে Depression মানসিক চাপের স্বীকার হয়ে যায়, সুতরাং সত্য বলে এই সকল বিপদ থেকে বাঁচা যেতে পারে।
নেক আমল নম্বর ৬২ অনুসারে প্রত্যেক সোমবারে (অথবা বাদ পড়লে যে কোন দিন) রোজা রাখা পাকস্থলীর সমস্যা এবং রোগসমূহের জন্য উপকারি, রোজা রাখার মাধ্যমে হজম প্রক্রিয়া উন্নত, সুগার ল্যাবেল, কোলেষ্ট্রল এবং উচ্চ রক্তচাপ স্বাভাবিক থাকে, এছাড়া হৃদকম্পনের ঝুঁকিও থাকে না কারণ রোজার সময় রক্তের পরিমাণ কমে যায় এবং হৃদয় অত্যন্ত উপকারী শান্তি লাভ করে। রোজার মাধ্যমে শারীরিক খিঁচুনি, মানসিক চাপ, বিষণ্ণতা এবং মানসিক রোগের অবসান হয়। স্থুলতা হ্রাস এবং অতিরিক্ত চর্বি কমে যায়। রোজা রাখার কারণে বন্ধা মহিলার সন্তান হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায়।
(তাফসীরে সীরাতুল জিনান, পারা ২, সূরা বাকারা, আয়াত: ১৮৪, খণ্ড ১, পৃঃ ২৯৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের শেষে সুন্নাতের ফযিলত এবং কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। নবী করীম ইরশাদ করেনঃ مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। (তারীখে মদীনা দামেস্ক, খন্ড ৯, পৃঃ ৩৪৩)
ঘরে দ্বীনি পরিবেশ তৈরী করার মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! ঘরে দ্বীনি পরিবেশ তৈরী করার মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দুইটি ফরমানে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন। (১) ইরশাদ করেন: তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, নিশ্চয় যেই ঘরে সূরা