Naik Amal Ke Dunyawi Faiday

Book Name:Naik Amal Ke Dunyawi Faiday

দানকারী(অর্থাৎ আল্লাহ পাক) এর কখনো মৃত্যু আসবে না * فَکُنْ کَمَا شِئْتَ کَمَاتُدِیْنُ تُدَانُ অতঃপর যেটাই চাও সেটাই হয়ে যাও, যেমন কর্ম তেমন ফল

নেক আমলের পার্থিব উপকারিতা

    হে আশিকানে রাসূল! বাস্তবিকই সত্য, নেকী কখনো পুরনো হয় না একটা হল নেক আমলের আখিরাতের প্রতিদান সাওয়াব, এর কতই না মর্যাদা আল্লাহ পাক নেক আমলদার মুসলমানদের জন্য এমন নেয়ামত তৈরী করে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, না কোনো কান শোনেছে আর না কারো অন্তরে এর ধারনা জন্মেছে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ لَاَجْرُ الْاٰخِرَۃِ  اَکْبَرُ

(পারা:১৪, সূরা নাহল, আয়াত: ৪১)     কানযুল ঈমানের অনুবাদ: এবং নিশ্চয় আখিরাতের সাওয়াব খুব বড়

 

    এর পাশাপাশি দুনিয়াতেও নেক আমলের ভালো ফলাফল দেখতে পাওয়া যায়, কোরআন হাদিসে নেক আমলের অনেক দুনিয়াবী উপকার বর্ণিত হয়েছে

 

নেক আমলের পার্থিব উপকার: প্রশান্তি, সুন্দর জীবন

    পারা ১৪, সূরা নাহল, আয়াত নং ৩০ আল্লাহ পাক ইরশাদ করেন:

لِلَّذِیْنَ  اَحْسَنُوْا فِیْ ہٰذِہِ  الدُّنْیَا حَسَنَۃٌ ؕ وَ لَدَارُ الْاٰخِرَۃِ خَیْرٌ

(পারা ১৪, সূরা নাহল, আয়াত: ৩০)             কানযুল ঈমানের অনুবাদ: যারা এই পৃথিবীতে সৎকর্ম করেছে, তাদের জন্য কল্যাণ রয়েছে এবং নিশ্চয় পরকালিন আবাস সর্বাধিক উত্তম

 

    তাফসীর সীরাতুল জিনানে রয়েছে: এই আয়াতের একটি অর্থ হল, যে লোক ঈমান গ্রহণ করেছে এবং সৎকাজ করেছে, সে দুনিয়াতে এর উত্তম প্রতিদান পাবে (তাফসীর সীরাতুল জিনান, পারা ১৪, সূরা নাহল, আয়াত: ৩০, খন্ড , পৃঃ ৩০৬)

    অন্য আয়াতে রয়েছে:

مَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَکَرٍ اَوْ اُنْثٰی وَ ہُوَ مُؤْمِنٌ فَلَنُحْیِیَنَّہٗ  حَیٰوۃً  طَیِّبَۃً