Naik Amal Ke Dunyawi Faiday

Book Name:Naik Amal Ke Dunyawi Faiday

আল্লাহ পাক তোমাকে আরোগ্য দান করবেন, যদি চাও তো ধৈর্যধারণ কর তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে আমি বললাম: আমি তো জান্নাতই চাই, বাকী আল্লাহ পাকের রহমত বিশাল, তিনি চাইলে তো দুনিয়াতে আরোগ্য আর আখিরাতে জান্নাত উভয়টিই দান করতে পারেনস্বপ্নে আগত লোকটি বলল: তোমার দাদা এবং পিতা শায়খাইনে কারীমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا কে ভালোবাসতেন, এর বরকতে আল্লাহ পাক তোমাকে আরোগ্য দান করেছেন এবং তোমার জন্য জান্নাতের সুসংবাদও রয়েছে (মাজমুয়ে রসাইল ইবনে রজব, খন্ড , পৃঃ ১০১) سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবার ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা, সিদ্দিক ফারুকের ভালোবাসার কেমন অনন্য মর্যাদা......আল্লাহ পাক আমাদেরকেও এই ঈমানী ভালোবাসা নসীব করুকاٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেকী কখনো পুরনো হয় না

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নেক আমল দুনিয়া আখিরাতে কল্যাণের মাধ্যম নেকী ছোট হোক বা বড় এর ফল অবশ্যই পাওয়া যায় দেখুন! হযরত ইয়াহইয়া বিন ইসমাইল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিত পিতা সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان দের ভালোবাসতেন, তাঁর এই ভালোবাসা, ওই নেকীর সদকায় তাঁর কন্যা দুনিয়াতে আরোগ্য লাভ করল এবং আখিরাতে জান্নাতের সুসংবাদও পেলো سُبْحَانَ الله আল্লাহ পাকের শেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلْبِرُّ لَا یَبْلٰی وَ الْاِثْمُ لَا یُنْسٰی
وَ الدَّیَّانُ لَایَمُوْتُ  فَکُنْ کَمَا شِئْتَ کَمَاتُدِیْنُ تُدَانُ   অর্থাৎ নেকী কখনো পুরনো হয় না, গোনাহ কখনো ভুলানো হয় না, প্রতিদান দানকারী(অর্থাৎ আল্লাহ পাক) এর কখনো মৃত্যু আসবে না, অতঃপর যেটাই চাও সেটাই হয়ে যাও, যেমন কর্ম তেমন ফল (মুসান্নাফ ইবনে আব্দুর রায্যাক, ১০ম খন্ড, পৃঃ ১৮৯, হাদিস: ২০৪৩০)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! কত চমৎকার শব্দাবলি, হৃদয়ে অঙ্কন করে রাখার মতো, চেষ্টা করে আমরা এই শব্দাবলি মুখস্থ করে অন্তরে গেঁথে নিই: * اَلْبِرُّ لَا یَبْلٰی নেকী কখনো পুরনো হয় না * وَ الْاِثْمُ لَا یُنْسٰی গোনাহ কখনো ভুলানো হয় না * الدَّیَّانُ لَایَمُوْتُ  প্রতিদান