Book Name:Naik Amal Ke Dunyawi Faiday
(পারা ১৪, সূরা নাহল, আয়াত ৯৭) কানযুল ঈমানের অনুবাদ: যে সৎকর্ম করে, পুরুষ হোক কিংবা নারী এবং সে মুসলমান হয়, তবে অবশ্যই আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখব।
জানা গেল, নেক আমলের বরকতে মুমিন বান্দাকে দুনিয়াতে হালাল রিযিক, নেক, পবিত্র, প্রশান্তি, সুখময় আরাম আয়েশের জীবন দান করা হয়।
হযরত হাসান বিন সালেহ رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন: নেক আমল-
(১) শরীরে শক্তি, (২) অন্তরে নূর (৩) চোখে আলো সৃষ্টি করে, পক্ষান্তরে মন্দ আমল:(১) শরীরে দুর্বলতা (২) অন্তরে অন্ধকার (৩) চোখে অন্ধত্ব আসে। (হিলয়াতুল আউলিয়া, ৭ম খন্ড, পৃঃ ৩৮৫, সংখ্যা: ১০৯৪১)
১০০ বছর বয়সেও শারীরিক শক্তি বহাল
একজন অনেক বড় আলীম, আল্লামা আবু তৈয়্যব তাবারী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ। তিনি ১০০ বছরের চেয়েও অধিক আয়ু পেয়েছেন, ওই বয়সেও তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও শক্তিমান ছিলেন। তাঁর কাছে কেউ তাঁর সুস্থতার রহস্য জিজ্ঞাসা করলে তিনি বলেন: আমি যুবক অবস্থায় আমার শারীরিক শক্তিকে গোনাহ থেকে নিরাপদ রেখেছি (নিজেকে নেকীর কাজে নিয়োজিত রেখেছি) এর বরকতে আজকে যখন আমি বৃদ্ব হয়ে গেছি তখন আল্লাহ পাক আমার শারীরিক শক্তিকে আমার জন্য অবশিষ্ট রেখেছেন। (মাজমুয়ে রসাইল ইবনে রজব, ৩ খন্ড, পৃঃ ১০০)
প্রিয় ইসলামি ভাইয়েরা! এটাই হল নেক আমলের দুনিয়াবী উপকারিতা....!! যে গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলে লেগে থাকে, আল্লাহ পাক তাকে সুস্থ সবল প্রশান্তিময় জীবন দান করেন।
নেক আমলের দুনিয়াবি উপকারিতা: বিপদ আপদে সহজতা
নেক আমলের একটি দুনিয়াবী উপকার এটাও যে, নেক আমলের বরকতে বিপদ আপদ থেকে সহজতা নসীব হয়। আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন: