Book Name:Naik Amal Ke Dunyawi Faiday
করুন যাতে আল্লাহ পাক এই দুনিয়াতেও আমাদের সন্তানদের হেফাযত করেন, আমাদের সন্তানদের আমাদের হকে নেককার করেন এবং আখিরাতেও তাদেরকে সফল করেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! শায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযভী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বর্তমানে এই ফিৎনা ফ্যাসাদের যুগে নেক আমলের অনুসারী হওয়ার জন্য খুব সন্দর এবং অমূল্য ব্যবস্থাপত্র দান করেছেন। ইসলামী ভাইদের জন্য ৭২ নেক আমল, ইসলামী বোনদের জন্য ৬৩ নেক আমল, ছাত্রদের জন্য ৯২ নেক আমল। আসুন! এই নেক আমল সমূহের মধ্যে হতে কয়েকটি দুনিয়াবি উপকারিতা শুনি:
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ভালো নিয়্যতের তিনটি দুনিয়াবী উপকারিতা:
৭২ নেক আমলের মধ্যে হতে প্রথম নেক আমল: আজকে কি আপনি কিছু না কিছু জায়েয কাজের পূর্বে কমপক্ষে একটি ভালো নিয়্যত করেছেন? ভালো নিয়্যতের পরকালের দিক দিয়ে উপকারই উপকার রয়েছে, দুনিয়াবী দিক দিয়েও এর অনেক উপকার রয়েছে।
(১) ইতিবাচক চিন্তা পাওয়া যায়:
আধুনিক সাইকোলজি (মনোবিজ্ঞান) অনুসারে যে কোন কাজে সফলতা ও উন্নতি এবং উচ্চতার জন্য একজন মানুষের মধ্যে যে গুণাবলী থাকা আবশ্যক, তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক গুণ হল বান্দা ইতিবাচক চিন্তার অধিকারী হবে। নেতিবাচক চিন্তার অধিকারী প্রথমত তো সফলই হয় না, যদি সে সফল হয়েও যায় তবে সে নিজের সফলতাকে ধরে রাখতে পারে না। এই কারণে ইতিবাচক চিন্তা দুনিয়াতে সফল হওয়ার জন্য মৌলিক শর্ত। ভালো নিয়্যতের অন্যতম উপকার হল যে, ভালো নিয়্যতের অভ্যাসের বরকতে ইতিবাচক চিন্তা নসীব হয়। ভালো নিয়্যত মূলতঃ কী? ভালো নিয়্যত হলো যে কোনো কাজের সাথে ইতিবাচক সম্পৃক্ততা। আমরা যে কোনো কাজ করার পূর্বে ওই কাজের ভালো দিক অন্বেষণ করি, এরপর ওই ভালো দিককে মনে রেখে ওই ভালো