Naik Amal Ke Dunyawi Faiday

Book Name:Naik Amal Ke Dunyawi Faiday

বরকত শুধুমাত্র নেককার বান্দা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং এর সদকায় তার পরিবারেও বরকত নসীব হয়

 

এতিমদের ধন-ভান্ডারের হেফাযত

    কোরআনুল করীমে হযরত মূসা হযরত খিযির عَلَیْہِمَا السَّلَام এর ঘটনা বিদ্যমান রয়েছেহযরত মূসা হযরত খিযির عَلَیْہِمَا السَّلَام কোনো এক গ্রাম দিয়ে অতিক্রম করছিলেন, হযরত খিযির عَلَیْہِ السَّلَام একটি প্রাচীর দেখলেন, যেটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম ছিল, তিনি ওই প্রাচীর ঠিক করে দিলেন হযরত মূসা عَلَیْہِ السَّلَام যখন এর হিকমত জিজ্ঞাসা করলেন তখন বললেন:

وَ اَمَّا الْجِدَارُ فَکَانَ لِغُلٰمَیْنِ یَتِیْمَیْنِ فِی الْمَدِیْنَۃِ  وَ کَانَ تَحْتَہٗ کَنْزٌ لَّہُمَا
وَ کَانَ اَبُوْہُمَا صَالِحًا ۚ فَاَرَادَ  رَبُّکَ اَنْ یَّبْلُغَاۤ  اَشُدَّہُمَا وَ یَسْتَخْرِجَا کَنْزَہُمَا ٭ۖ رَحْمَۃً مِّنْ رَّبِّکَ

(পারা ১৬, সূরা কাহাফ, আয়াতঃ ৮২)     কানযুল ঈমানের অনুবাদ: বাকী রইল প্রাচীর, তা ছিল নগরের দুজন এতিম বালকের এবং সেটার নীচে তাদের গুপ্ত ধন-ভান্ডার ছিল এবং তাদের পিতা সৎ লোক ছিল, সুতরাং আপনার প্রতিপালক ইচ্ছা করলেন যে, তারা উভয়ে তাদের যৌবনে পদার্পন করুক এবং তারা আপন ধন-ভান্ডা উদ্বার করুক, আপনার প্রতিপালকের অনুগ্রহ থেকে

 

    اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুমান করুন! কেমন দয়া, একটি প্রাচীর, এর নিচে এতিম বাচ্চাদের ধন-ভান্ডার গুপ্ত রয়েছে আল্লাহ পাক তাঁর নবী হযরত খিযির عَلَیْہِ السَّلَام কে পাঠালেন যে, প্রাচীরটি ঠিক করে দাও যাতে এতিম বাচ্চাদের ধন-ভান্ডারের কোন ক্ষতি না হয়, তাদের উপর এই দয়া কেন? এই জন্যই যে,

وَ کَانَ اَبُوْہُمَا صَالِحًا

(পারা ১৬, সূরা কাহাফ, আয়াতঃ ৮২)            কানযুল ঈমানের অনুবাদ: তাদের পিতা সৎ লোক ছিল