Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
দিকেই মনযোগী ছিলেন, যখন তিনি ফিরে যেতে লাগলেন তখন অনেক উপহার সামগ্রী প্রদান করলেন এবং তাঁকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দেয়ার জন্য কয়েক কদম হেঁটে গেলেন। অতঃপর স্বয়ং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বা অন্য কোন সাহাবী উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন: ইনি হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুধমা হালিমা, যিনি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দুধ পান করিয়েছিলেন। বর্তমানকার যুবকরা এই হাদীস শরীফটি পাঠ করুন এবং শিক্ষা অর্জন করুন যে, আমরা আপন মায়েরও আদব করিনা। (মিরাতুল মানাজিহ, ৫/৫১)
হযরত হালিমাকে অনেক সম্পদ প্রদান করলেন
একবার হযরত হালিমা সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট আসলেন এবং অনাবৃষ্টির অভিযোগ করলেন, তখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বলাতে হযরত খাদিজা رَضِیَ اللهُ عَنْہَا হযরত হালিমাকে ১টি উট এবং ৪০টি ছাগল দিয়ে দিলেন। (আল হাদায়িকে লি ইবনে জাওযী, ১/১৬৯)
দুধের সম্পর্কের পিতামাতার আদব ও সম্মান
হযরত আমর বিন সায়েব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি একবার হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত ছিলাম, এমন সময় তাঁর দুধের সম্পর্কে পিতা অর্থাৎ হযরত বিবি হালিমা رَضِیَ اللهُ عَنْہَا এর স্বামী উপস্থিত হলেন। নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর কাপড়ের একটি অংশ তাঁর জন্য বিছিয়ে দিলেন ও তিনি সেখানে বসে গেলেন। অতঃপর রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুধমা হযরত বিবি হালিমা رَضِیَ اللهُ عَنْہَا এলেন, তখন প্রিয় নবী صَلَّی