Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

বিবিগণের رَضِیَ اللهُ عَنْہُنَّ اَجْمَعِين মাঝে ন্যায় সমতা প্রদান করেন আর যারা এই অধিকার পায়নি বরং তাদের প্রতি ন্যায় সমতা করা আবশ্যক, তবে তাদের কিরূপ ন্যায় সমতা প্রদান করা প্রয়োজন যারা দুই দুইজন বিবি রাখে কিন্তু তাদের মাঝে ন্যায় সমতা প্রদান করে না, তবে তাদের উচিৎ যে, এই হাদীসে পাক থেকে শিক্ষা অর্জন করা

 

স্ত্রীদের সাথে ন্যায় আচরণ না করার শাস্তি

    রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যার দুইজন স্ত্রী রয়েছে এবং সে উভয়ের সাথে ন্যায় আচরণ করলো না তবে কিয়ামতের দিন সে এই অবস্থায় আসবে যে, তার অর্ধেক অংশ বেকার হবে

(আত তারগীব ওয়াত তারহীব, কিতাবুন নিকাহ, /২৮, হাদীস নং-৩০২৯)

            মনে রাখবেন! একজন সৎ ও নেককার স্ত্রী তার স্বামীর জন্য নিঃসন্দেহে অনেক বড় নেয়ামত হয়ে থাকে, যে স্বামী এই নেয়ামতের গুরুত্ব দেয়, সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কুঁড়িয়ে নিতে সফল হয়ে যায়। আল্লাহ পাক স্বামীদেরকে শাসক এবং স্ত্রীদেরকে শাসিত বানিয়েছেন কিন্তু এর উদ্দেশ্য কখনোই এমন নয় যে, তাদেরকে তাদের স্ত্রীদের মারা, পায়ের জুতা মনে করা, জোড় করে মোহরানা ক্ষমা করানো, ধমকানো, তালাক বা ঘর থেকে বের করে দেয়ার ভয় দেখানো, তাদের হক সমূহ নষ্ট করা এবং তাদের অপদস্ত ও অপমান করার সুযোগ পেয়ে গেছে। এমন কখনোই নয়। কিন্তু আফসোস! বর্তমানে স্ত্রীদের উপর অত্যাচার ও অন্যায় দিন দিন বেড়েই চলছে, তাদের হক সমূহ