Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

সন্তানের জন্য সারা রাত জেগে কাটিয়ে দেন, * পিতামাতা সন্তানের ভবিষ্যতকে সজ্জিত করার জন্য নিজের পুরো জীবন সন্তানদের জন্য ওয়াকফ করে দেন, * পিতামাতা সন্তানের জন্মের পূর্বের এবং জন্মের পরের কষ্ট সহ্য করে থাকেন, * পিতামাতা মহান ব্যক্তিত্ব, যাদের হক সমূহ আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন মুবারক মুখে বর্ণনা করেছেন

 

জান্নাত মায়ের পায়ের নিচে

    হযরত জাহেমা رَضِیَ اللهُ عَنْہُ নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানিত দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আল্লাহর পথে যুদ্ধ করতে চাই এবং আপনার দরবারে পরামর্শ করার জন্য উপস্থিত হয়েছি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তোমার কি মা আছে? আরয করলেন: জি হ্যাঁ ইরশাদ করলেন: فَاَلْزَمْهَا فَاِنَّ الْجَنَّةَ  تَحْتَ رِجْلَيْهَا অর্থাৎ তাঁর খেদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত তাঁর পায়ের নিচে

(নাসায়ী, কিতাবুজ জিহাদ, ৫০৪ পৃষ্ঠা, হাদীস নং-৩১০১)

    অপর এক স্থানে ইরশাদ করেন: যে তার পিতামাতা বা তাঁদের মধ্যে কোন একজনকে পেলো এবং তাঁর সাথে সদাচরণ করলো না, সে আল্লাহ পাকের রহমত থেকে দূরে এবং আল্লাহর গযবের অধিকারী সাব্যস্ত হলো (মুজামুল কবীর, ১২/৬৬, হাদীস নং-১৬৫৫১)

    সুতরাং আমাদের উচিৎ যে, আমরাও আমাদের পিতামাতা হোক তারা আপন বা সৎ অথবা দুধের সম্পর্কের, তাঁদের মন প্রাণ দিয়ে আদব করা, তাঁদের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি রাখা,