Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
প্রদর্শন করছে আর ছাত্ররা তাদের শিক্ষকের সম্মান করছে না, মোটকথা প্রতিটি পর্যায়ে কারো না কারো হক কষ্ট করা হচ্ছে।
মনে রাখবেন! দুনিয়ায় কারো উপর কণা পরিমান অত্যাচারকারীও যতক্ষণ পর্যন্ত অত্যাচারীত ব্যক্তিকে রাজী করে নিবে না, কিয়ামতের দিন সে মুক্তি পাবে না। হ্যাঁ! আল্লাহ পাক যদি চান, তবে আপন দয়া ও অনুগ্রহে কিয়ামতের দিন অত্যাচারী ও অত্যাচারীতের মাঝে সন্ধি করিয়ে দিবেন। অন্যথায় সেই অত্যাচারীতকে অত্যাচারীর নেকী দিয়ে দেয়া হবে। যদি তাতেও অত্যাচারীত বা অত্যাচারীতদের হক আদায় না হয় তবে অত্যচারিতদের গুনাহের বোঝা অত্যাচারীর মাথায় তুলে দেয়া হবে এবং এভাবে সেই অত্যাচারী যদিও বড় বড় নেকী নিয়ে কিয়ামতে আসে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে একেবারেই নিঃস্ব হয়ে যাবে আর এই কারণে তাকে দোযখে প্রেরণ করা হবে।
কিয়ামতে নিঃস্ব কে?
নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামদের عَلَیْہِمُ الرِّضْوَان জিজ্ঞাসা করলেন: তোমরা কি জানো যে, নিঃস্ব কে? সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাদের মধ্যে নিঃস্ব তো সেই লোক, যার নিকট দিরহাম ও দুনিয়াবী সাজ সরঞ্জাম নেই। তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আমার উম্মতের মধ্যে একেবারে নিঃস্ব ব্যক্তি সেই, যে কিয়ামতের দিন নামায, রোযা, যাকাত তো নিয়ে আসবে কিন্তু পাশাপাশি কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ লাগিয়েছে,