Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
তাঁদের সাথে ভদ্র ভাষায় কথা বলা, তাঁদের উৎসাহের প্রতি খেয়াল রাখা, তাঁদের কষ্ট দেয়া থেকে বিরত থাকা, তাঁদের আশা আকাঙ্ক্ষার বিষয়ে পুরোপুরি চেষ্টা করা, তাঁদের সাথে সদাচরণ করতে থাকা, তাঁদের কথা মনযোগ সহকারে শুনা, তাঁদের সকল জায়িয আদেশ মান্য করা। মোটকথা যতক্ষণ কোন শরীয়ত বিরোধী হবে না, ততক্ষণ পিতামাতার হক সমূহ আদায় করা, এভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের অধিকারীদের অন্তর্ভূক্ত হয়ে যাবে।
মনে রাখবেন! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রকৃত সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্মের পূর্বেই ওফাত গ্রহণ করেছিলেন, যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক বয়স ৬ বছর হয়েছিলো, তখন তাঁর সম্মানিতা প্রকৃত আম্মাজান হযরত আমেনা বিনতে ওয়াহাব رَضِیَ اللهُ عَنْہَا ও এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সুতরাং হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লালনপালনের দায়িত্ব তাঁর সৎ এবং দুধ সর্ম্পকিয় পিতামাতার নিকট আসে। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁদের খুবই আদব করতেন, তাঁদের মনতুষ্টি করতেন এবং তাঁদের হক সমূহের প্রতি পুরোপুরি খেয়াল রাখতেন।
নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চাদর বিছিয়ে দিলেন
হযরত আবু তুফাইল رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একজন বিবি সাহেবা আসলেন এবং তিনি হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অতি নিকটে পৌঁছে গেলেন। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর জন্য