Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
পারেন, কিন্তু আপনি সাহস হারাবেন না এবং দয়া করে অন্য ইসলামী ভাইয়দেরকেও নেক আমল অনুযায়ী আমল করার উৎসাহ দিতে থাকুন, দুই একবার বলাল কারণে যদি কেউ আমল না করে তবে নিরাশ হবেন না। বরং বার বার বলতে থাকুন। বার বার পাঠকৃত বিষয় কানে কখনো কখনো অন্তরেও গেঁতেই যাবে। মনে রাখবেন যদি একজনও ইসলামী ভাই আপনার বোঝার দ্বারা আমল আরম্ভ করে দেয় তবে اِنْ شَآءَ الله আপনার জন্য সাওয়াবে জারিয়া হয়ে যাবে।
আল মদীনা লাইব্রেরী
اَلْحَمْدُ لِلّٰه আশেকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী সুন্নাতের খিদমতের জন্য প্রায় ৮০ এর চেয়েও বেশি বিভাগ সমূহতে দ্বীনি কাজ করছে। সহজ ভাবে ইলমে দ্বীনের আলো ছড়ানো এবং লোকদেরকে ইসলামী শিক্ষা দ্বারা আলোকৃত করার জন্য একটি বিভাগ “আল মদীনা লাইব্রেরী” প্রতিষ্ঠা করেছেন। যার মধ্যে অধ্যয়নের জন্য সুন্দর পরিবেশ, অডিও, ভিডিও বয়ান সমূহ মাদানী মুযাকা শুনা এবং মাদানী চ্যনেল দেখার জন্য কম্পিটার ইত্যাদি সুযোগ দেয়া হয়। আল মদীনা লাইব্রেরীতে বিভিন্ন বিষয়ের উপর সম্ভলিত শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ, উলামায়ে আহলে সুন্নাত كَثَّرَهُمُ الله আল মদীনাতুল ইলমিয়া এর কিতাবাদী ও পুস্তিকা সমূহ এবং ভি সি ডি, সি ডি ইত্যাদি রাখার মজলিসের পক্ষ থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী রাখার উৎসাহ দেওয়া হয়। আমরাও এ সুযোগে উপকার গ্রহণ করতে গিয়ে ইলমে দ্বীনের বরকত দ্বারা ধন্য হতে পারবো।