Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর প্রত্যেক মুবারক বিবির সাথে সর্বদা ন্যায় ও সমতা প্রদান করতেন, সবাইকেই তাদের পুরোপুরি হক প্রদান করতেন, সবারই মনতুষ্ট করতেন এবং সর্বদা সবার সাথে সদাচরণ করতেন।
পবিত্র বিবিগণের সহিত ন্যায় ও সমতা
উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন সফর করার ইচ্ছা পোষন করতেন তখন পবিত্র বিবিগণের মধ্যে লটারী করতেন। যার নাম লটারীতে আসতো তাঁকে তাঁর সাথে নিয়ে যেতেন। (বুখারী, কিতাবুশ শাহাদাত, ২/২০৮, হাদীস নং- ২৬৮৮)
ডিসেম্বর ২০১৭ সালের “মাসিক ফয়যানে মদীনা” এর ৪৮ নং পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে: (প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) জাহেরী ওফাতের পূর্বে অসুস্থতার কারণে বিছানায় তাশরীফ নিলেন এবং জাহেরী জীবনের শেষ দিনগুলো উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا এর নিকট কাটাতে চাইলে স্পষ্টভাবে তাঁর সিদ্ধান্ত শুনানোর পরিবর্তে বিবিগণের হকের কথা ভেবে শুধু এই প্রশ্ন বার বার করতে থাকেন যে, কাল আমি কার নিকট থাকবো? পবিত্র বিবিগণ নবীর ইচ্ছা সম্পর্কে অবহিত হয়ে গেলেন এবং আরয করলেন: যেখানে আপনি পছন্দ করবেন। অতএব ওফাত মুবারক পর্যন্ত উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا এর নিকটই ছিলেন। (বুখারী, ৩/৪৬৮, হাদীস নং- ৫২১৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই মুবারক আমলে অনেকের জন্য বড়ই উপদেশ রয়েছে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অধিকার পাওয়ার পরও নিজের পবিত্র