Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
করানোর উপযুক্ত হয় যেমন; কারো গীবত করেছে বা কারো প্রতি অপবাদ দিয়েছে তবে আবশ্যক যে, সেই ব্যক্তির নিকট থেকে ক্ষমা করিয়ে নেয়া। আর যদি কোন কারণে হকদার থেকে তার হক ক্ষমা করাতে না পারে, আদায়ও করতে না পারে, যেমন; যার হক ছিলো সে মারা গেছে তবে তার জন্য সর্বদা মাগফিরাতের দোয়া করতে থাকা এবং আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকা তবে আশা করা যায় যে, কিয়ামতের দিন আল্লাহ পাক হকদারকে অনেক বেশি প্রতিদান ও সাওয়াব দিয়ে এই বিষয়ে রাজি করে দিবেন যে, নিজের হক ক্ষমা করে দেয়ার। যদি তোমাদের কোন হক অন্যের উপর থাকে এবং সেই হক পাওয়ার কোন আশা থাকে তবে নম্রতার সহিত দাবি করতে থাকো। যদি সেই ব্যক্তি মারা যায় তবে উত্তম হলো যে, তোমরা তোমাদের হক ক্ষমা করে দাও, اِنْ شَآءَ الله কিয়ামতের দিন এর পরিবর্তে অনেক বেশী প্রতিদান ও সাওয়াব অর্জিত হবে।
(জান্নাতী জেওর, ১০৩, ১০৪ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কথাবার্তা বলার গুরুত্বপূর্ণ মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা “১০১ মাদানী ফুল” থেকে কথা-বার্তা বলা সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শ্রবণ করে নিয়: * মুচকি হেসে ও উৎফুল্লতার সাথে কথাবার্তা বলুন, * মুসলমানের মন খুশি করার নিয়্যতে ছোটদের সাথে স্নেহ ভরা এবং বড়দের সাথে শ্রদ্ধার ভাব রাখুন اِنْ شَآءَ الله সাওয়াব অর্জনের সাথে সাথে