Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
সম্পর্কে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র জীবনের একটি হৃদয় বিদারক ঘটনা শ্রবণ করি।
প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিনয়
রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রকাশ্য ওফাতের পূর্বে সর্বসাধারণের জনসভায় ঘোষণা করেন: যদি আমার দায়িত্বে কারো ঋণ থাকে, যদি আমি কারো প্রাণ ও সম্পদ এবং সম্মানে আঘাত করে থাকি তবে আমার প্রাণ আমার সম্পদ এবং আমার সম্মান উপস্থিত রয়েছে, সে যেনো এই দুনিয়াতেই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেয়। তোমাদের মধ্যে কেউ এই সন্দেহ করবে না যে, যদি কেউ আমার কাছ থেকে প্রতিশোধ নেয় তবে আমি অসন্তুষ্ট হয়ে যাবো, এটা আমার শান নয়। আমার এই বিষয়টি খুবই পছন্দ, যদি কারো হক আমার দায়িত্বে থাকে তবে সে যেনো আমার কাছ থেকে উসূল করে নেয় অথবা আমাকে ক্ষমা করে দেয়। অতঃপর ইরশাদ করেন: হে লোকেরা! যে ব্যক্তির উপর কারো হক থাকে, তবে তার উচিৎ, তা আদায় করে দেয়া এবং এটা মনে করবে না যে, অপদস্ত হবে, অসম্মানিত হবে, কেননা দুনিয়ার অপমান আখিরাতের অপমানের চেয়ে অনেক সহজ। (তারিখে দামেশক, ৪৮/৩২৩)
নেকীর মাধ্যমে সম্পদশালী
প্রিয় ইসলামী ভাইয়েরা! سُبْحٰنَ اللهِ! আপনারা শুনলেন তো! প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বান্দার হকের ব্যাপারে কিরূপ গুরুত্ব বর্ণনা করেছেন! এটা ঐ মহান ব্যক্তিত্বের অবস্থা,