Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
(২) বান্দার হক। আল্লাহ পাকের হক তো আমাদের উপর এই কারণেই আবশ্যক যে, আমরা হলাম আল্লাহ পাকের বান্দা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিই আমাদের প্রতিপালক, এই কারণেই তাঁর বিধান সমূহ মান্য করা ও তা আমল করা আমাদের উপর আবশ্যক। কিন্তু বান্দার হক সমূহ আদায় করা আমাদের উপর কেন আবশ্যক? এর উত্তর দিতে গিয়ে ইমাম মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মানুষ একাকী থাকে অথবা কারো সাথে থাকে আর যেহেতু মানুষ তার সমগোত্রীয় মানুষের সাথে মেলামেশা করা ছাড়া জীবন অতিবাহিত করা কষ্টকর, সেহেতু তার উপর মিলেমিশে থাকার আদব শেখা আবশ্যক। সুতরাং প্রত্যেক মেলামেশাকারী ব্যক্তির জন্য মিলেমিশে থাকার কিছু হক রয়েছে। (ইহইয়াউল উলুম, ২/৬৯৯) জানা গেলো! বান্দার হক আবশ্যক হওয়ার মূল কারণ হলো সকল মানুষের মিলেমিশে একত্রে থাকা।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আফসোস! বর্তমানে তো অবস্থা খুবই স্পর্শকাতর হয়ে যাচ্ছে, বর্তমানে মানুষের অবস্থা এমন যে, তারা বিভিন্ন লোকের হক ক্ষুন্ন করে দিচ্ছে, তাদের সম্পদ আত্মসাৎ করে দিচ্ছে, তাদের সম্মান নষ্ট করে দিচ্ছে, তাদেরকে ধোঁকা দিচ্ছে, তাদের সরলতার নাজায়িয ফায়দা লুটছে, তাদের বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। সন্তানরা পিতামাতার অবাধ্য হচ্ছে আর পিতামাতা সন্তানের হকের প্রতি উদাসীনতা প্রদর্শন করছে, মালিক কর্মচারির বেতন মেরে দিচ্ছে আর কর্মচারি মালিকের কাজে ধোঁকাবাজি করছে, শিক্ষক ছাত্রদের পড়ানোতে অলসতা