Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

হচ্ছিলো () এটাও ইরশাদ করেন: যদি চাও, তবে সম্মানের সহিত আমার নিকট থাকতে পারো () ফিরে যেতে চাইলে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তিনজন গোলাম, একজন বাদী এবং একটি বা দুটি উটও প্রদান করলেন () যখন জিরানায় আবারো তাঁর দুধ সম্পর্কিয় বোনের সাথে সাক্ষাত হলো তখন ছাগল ভেড়াও প্রদান করেন (সবলুল হুদা ওয়ার রিশাদ, /৩৩৩)

    নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তাঁর দুধ সম্পর্কিয় বোনের সাথে সদাচরণ প্রত্যেক ভাইকে এই অনুভূতি প্রদানের জন্য যথেষ্ট যে, বোনেরা কিরূপ সঙ্গ, ভালবাসা এবং সদাচরণের হকদার সাহাবায়ে কিরামও বোনদের সাথে সদাচরণ করতেন

 

একজন সাহাবীর বোনের সাথে সদাচরণ

    হযরত জাবির বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُما তাঁর নয় বা সাত বোনের লালন পালন, তাদের চুল আঁচড়িয়ে দেয় এবং উত্তম প্রশিক্ষণের জন্য বিধবা মহিলাকে বিবাহ করেন (মুসলিম, কিতাবুর রিযাআ, ৫৯৩ পৃষ্ঠা, হাদীস নং-৩৬৩৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! পরিবারের অন্যান্য সদস্যেরও কিছু না কিছু হক রয়েছে, সুতরাং তাদের হক সমূহও আদায় করুন, আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন পরিবারের হক সমূহ কিভাবে আদায় করতেন, আসুন সম্পর্কে শ্রবণ করি

    মনে রাখবেন! এগারোজন পবিত্র বিবি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিবাহ বন্ধনে আসার সৌভাগ্য অর্জন করেছেন। হুযুর صَلَّی