Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
বন্ধুদের জন্য ব্যয় করা, তাদের খবরাখবর নেয়া এবং খারাপ সময়ে তাদের কাজে আসার ব্যাপারেও তার কোন জুড়ি নেই, এমন লোকেরা নিজেরাও আরাম আয়েশের জীবন অতিবাহিত করে, নিজেদের সন্তান সন্তুতিদেরও দামি গাড়ি, বাংলো, কম্পিউটার, লেপটপ (Laptop), আই পেড (I.Pad), ট্যাবলেট (Tablets) এবং অন্যান্য আরাম আয়েশের সরঞ্জামাদি দিয়ে থাকে, তাদের মোটা অংকের ফিও আনন্দচিত্তে প্রদান করে, নিজের সন্তানদের বিবাহেও মন খুলে টাকা খরচ করে কিন্তু হায়! নিজের গলি, মহল্লা, এলাকা, সম্প্রদায়, শহর বা দেশে বিদ্যমান অভাবী ও গরীব আত্মীয় স্বজন বিশেষকরে বোনের সাথে সদাচরণ করা, তাদের প্রয়োজনাদি পূরণ করা এবং তাদের সম্পত্তিতে ভাগ দেয়া পছন্দ হয় না। যদি কখনো বোনেরা তাদের হক চায় তবে বেচারীদেরকে ধমকিয়ে ভীত করে এই বলে চুপ করিয়ে দেয় যে, “তোমার বিয়েতে আমি অনেক টাকা খরচ করেছি, সুতরাং এখন আমি একটি টাকা দিবো না”। মনে রাখবেন! * বুদ্ধিমান ভাই কখনোই এরূপ শরীয়ত বিরোধী কাজ করবে না, * নিজের বোনের সাথে এরূপ মনে কষ্ট প্রদানকারীর ন্যায় আচরণ করবে না, * নিজের বোনের প্রতি অত্যাচার করবে না, * নিজের বোনের হক ধ্বংস করবে না, * নিজের বোনকে ধমক দিবে না বরং * ভাল ভাইয়েরা তো নিজের বোনের খুশি, জায়িয চাহিদা এবং প্রয়োজনাদির প্রতি অধিক খেয়াল রাখে, * নিজের বোনের প্রতি দয়াই করে থাকে, * নিজের বোনের দুঃখ কষ্টে তাদের কাজে আসে, * নিজের বোনের জন্য নিজের খুশি এবং চাহিদা