Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর কাপড়ের অবশিষ্ট অংশ তাঁর জন্য বিছিয়ে দিলেন অতঃপর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুধভাই আসলো তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে নিজের সামনে বসিয়ে নিলেন

    হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত সুয়াইবা رَضِیَ اللهُ عَنْہَا এর নিকট সর্বদা কাপড় চোপড় পাঠাতেন, তিনি আবু লাহাবের দাসী ছিলেন এবং কিছুদিন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে তিনিও দুধ পান করিয়েছিলেন

(আশ শিফা, /১২৮, ১২৯)

    হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সত্য হলো যে, (হযরত) সুয়াইবা এবং (হযরত) হালিমা অনুরূপভাবে (হযরত) হালিমার স্বামী মুসলমান হয়ে গেলো বিবি খাদিজা (رَضِیَ اللهُ عَنْہَا) এর সাথে যখন হুযুরে আনওয়ার (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) বিবাহ করেন তখন (হযরত) সুয়াইবা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট আসতেন, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে খুবই সম্মান করতেন এবং মদীনা মুনাওয়ারা থেকে (হযরত) সুয়াইবার জন্য কাপড় চোপড় ইত্যাদি উপহার স্বরূপ প্রেরণ করতেন (মিরাতুল মানাজিহ, /৫৩৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সাধারণত দেখা যায় যে, অনেকে নিয়মিত নামায, রোযা পালন করে থাকে, হজ্ব ও ওমরার সৌভাগ্যও অর্জন করে, আল্লাহর পথেও মন খুলে ব্যয় করে, মসজিদ ও মাদরাসা নির্মাণেও স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে, গরীব ও নিঃস্বদের কল্যাণ কামনাও অগ্রগামী থাকে, নিজের