Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
সাথীর সন্ধানে থাকবে, সে দুনিয়ায় একাই থেকে যাবে, আমরা স্বয়ং নিজেরাই হাজারো মন্দ স্বভাবের বাহক, প্রত্যেক নিকটতম বন্ধুর মন্দ স্বভাব ক্ষমার চোখে দেখো, ভাল স্বভাবের দিকে দৃষ্টি রাখো, তবে হ্যাঁ! সংশোধনের চেষ্টা করো, নির্দোষ তো হলেন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ই। (মিরাতুল মানাজিহ, ৫/৮৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২ দ্বীনি কাজের মধ্যে এক দ্বীনি কাজ হলো “নেক আমল” পুস্তিকা
প্রিয় ইসলামী ভাইয়েরা! বান্দার হকের গুরুত্ব বুঝার জন্য আসুন! আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজের অন্যদেরকে উৎসাহিত করার সাথে সাথে নিজেও আমলদার হিসাবে অন্তর্ভূক্ত হয়ে যায়। যেলী হালকার ১২ দ্বীনি কাজের একটি দ্বীনি কাজ হলো “নেক আমল” পুস্তিকা পূর্ণ করাও রয়েছে। শায়খে তরিকত আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এ ফিতনা যুগে নেকী করা এবং গুনাহ থেকে বাচার জন্য নিয়মা বলির উপর শামিল শরীয়ত তরিকতের সমষ্টি ৭২ টি নেক আমল প্রশ্নাকারে প্রদান করেছে। অতএব নিজের সংশোধনের জন্য নিজেও এ নেক আমলের উপর আমল করুন এবং একক চেষ্টায় অন্যদেরও নেক আমল করার উৎসাহিত করুন। নেক আমল অনুযায়ী জীবন অতিবাহিত করুন যেহেতু দুনিয়া ও আখিরাতের অগনিত উপকার সম্ভলিত, আর শয়তান এ বিষয়ে অত্যান্ত চেষ্টা করবে যে আপনি যেনো অটলতা থাকতে না