Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

খুবই জঘন্যভাবে আত্মসাৎ করা হচ্ছে, শরীয়তের বিনা কারণে তিন তালাক দিয়ে দেয়া হচ্ছে, অনেক স্বামী তো এত বেশি অত্যাচারী হয়ে থাকে যে, তারা তাদের সমস্ত রাগই বেচারী স্ত্রীর উপর প্রকাশ করে থাকে

    তাফসীরে সিরাতুল জিনান ২য় খন্ডের ১৬৬ পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে: স্ত্রীদের কষ্ট দেয়া, জোড় করে মোহরানা ক্ষমা করিয়ে নেয়া, তাদের হক আদায় না করা, মানসিকভাবে কষ্ট দেয়া, কখনো বা স্ত্রীকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়া এবং কখনো বা নিজের ঘরে রেখে কথাবার্তা বন্ধ করে দেয়া, মানুষের সামনে ধমক দেয়া, গালাগালি করা, চিৎকার চেঁচামেচি করা ইত্যাদি (সমাজে ব্যাপক প্রচলিত)। স্ত্রী বেচারী স্বামীর পেছনে পেছনে ঘুরতে থাকে এবং স্বামী সাহেব ফেরাউন সেজে আগে আগে চলতে থাকে স্ত্রীর পরিবারের নিকট সরাসরি বা স্ত্রীর মাধ্যমে নিত্য নতুন চাহিদা উপস্থাপন করা হয়, কখনো এটা দেয়ার জন্য আর কখনোবা ঐটা দেয়ার জন্য মোটকথা অত্যাচার নিপীড়নের এমন কোন পদ্ধতি যা আমাদের ঘরে পাওয়া যায় না

    স্ত্রীর গুরুত্ব এবং তার হকের ব্যাপারে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষা নিঃসন্দেহে আমলের উপযুক্ত, যদি স্বামী এর আলোকে স্ত্রীর সাথে আচরণ করে তবে অনেক মন্দ কাজ আপনা আপনিই শেষ হয়ে যাবে আসুন! উৎসাহ গ্রহণার্থে ৩টি হাদীসে মুবারাকা শ্রবণ করি