Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

ত্যাগ করে দেয়, * নিজের বোনকে তার হক প্রদানে কখনোই অলসতা দেরী করে না, * নিজের বোনকে তার বিবাহ হয়ে যাওয়ারও পর দুঃখী হতে দেয় না মোটকথা ভাল ভাইদের বোন দুঃখী থাকে না বরং খুশি খুশি জীবন অতিবাহিত করে, তারা তাদের ভাইদেরকে নিয়ে খুবই গর্ব করে এবং তারা তাদের ভাইদের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করে থাকে

    বোনদের প্রতি স্নেহ দয়া, তাদের হক আদায় এবং তাদের সাথে সদাচরণ করার ব্যাপারে যদি আমরা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষা অধ্যয়ন করি তবে আমরা জানতে পারবো, বোনের গুরুত্ব কিরূপ, বোনেরা সাথে কিরূপ আচরণ করা উচিৎ এবং আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর দুধ সম্পর্কিয় বোনের সাথে কিরূপ স্নেহভরা আচরণ করেছেন আসুন! উৎসাহ গ্রহণার্থে কয়েকটি ঈমানোদ্দীপক ঝলক পর্যবেক্ষণ করুন

 

দুধ সম্পর্কিয় বোনের সাথে অতুলনীয় আচরণ

    মাকতাবাতুল মদীনার প্রকাশিত এপ্রিল ২০১৭ ইং এর মাসিক ফয়যানে মদীনাএর ৪৬ নং পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর দুধ সম্পর্কিয় বোন হযরত শায়মা رَضِیَ اللهُ عَنْہَا এর সাথে এরূপ সদাচরণ করেন: (১) তাঁর জন্য দাঁড়িয়ে গেলেন। (সবলুল হুদা ওয়ার রিশাদ, ৫/৩৩৩) (২) আপন চাদর মুবারক বিছিয়ে তাতে বসান এবং (৩) এরূপ ইরশাদ করেন: চাও! তোমাকে প্রদান করা হবে, সুপারিশ করো! তোমার সুপারিশ গ্রহণ করা হবে। (দালায়িলুন নবুয়া লিল বায়হাকী, ৫/১৯৯) এরূপ অতুলনীয় অনুগ্রহের মাঝে তাঁর মুবারক চোখ থেকে অশ্রু প্রবাহিত