Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
স্ত্রীর হক সম্পর্কিত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৩টি বাণী
(১) হযরত হাকীম বিন মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ তাঁর পিতা থেকে বর্ণনা করেন: এক ব্যক্তি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে জিজ্ঞাসা করলেন: স্বামীর উপর স্ত্রীর কি হক রয়েছে? হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন সে খাবে তখন তাকেও খাওয়াবে, যখন পোশাক পরিধান করবে তখন তাকেও পরিধান করাও, তার চেহারায় মেরো না, তাকে কুৎসিত বলো না এবং (যদি বুঝানোর জন্য) তার থেকে পৃথক থাকতেই হয়, তবে ঘরেই (পৃথকভাবে) থাকবে। (ইবনে মাজাহ, ২/৪০৯, নম্বর- ১৮৫০)
(২) ইরশাদ করেন: خَیْرُکُم خَیْرُکُم لِاَهْلِہٖ وَاَنا خَیْرُکُم لِاَهْلِی অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের জন্য উত্তম এবং আমি আমার পরিবারের জন্য তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম।
(তিরমিযী, কিতাবুল মানাকিব, ৫/৪৭৫, হাদীস নং- ৩৯২১)
(৩) ইরশাদ করেন: কোন মুমিন কোন মুমিনা স্ত্রীকে শত্রু মনে করো না, যদি তার কোন স্বভাব অপছন্দও হয় তবে অন্য স্বভাব তো পছন্দ হবে। (মুসলিম, কিতাবুর রিযাআ, ৫৯৫ পৃষ্ঠা, হাদীস নং- ৩৬৪৮)
হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের আলোকে বলেন: سُبْحٰنَ اللهِ! কিরূপ উন্নত শিক্ষা, উদ্দেশ্য হলো যে, নির্দোষ স্ত্রী পাওয়া সম্ভব নয়, সুতরাং যদি স্ত্রীর মধ্যে দুই একটি মন্দ স্বভাব থেকেও থাকে তবে তা সহ্য করে নাও, কেননা তার কিছু গুণাবলীও তো রয়েছে। এখানে মিরকাত প্রণেতা (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) বলেন: যে ব্যক্তি নির্দোষ