Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me

হকের বদলা আদায় করবে না অর্থাৎ যার হক যে আত্মসাৎ করেছে, তার ফয়সালা না হওয়া পর্যন্ত দোযখ বা জান্নাতে প্রবেশ করবে না (আখলাকুস সালেহীন, ৫৯ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো পিতামাতার অতঃপর অন্যান্য রক্তের সম্পকের্র আত্মীয়রা পর্যায়ক্রমে সবচেয়ে বেশি সম্মান উত্তম আচরণের হকদার হয়ে থাকে, কিন্তু আফসোস! এর প্রতি এখন মনোযোগ খুবই কম দেয়া হয় অনেককে সর্বসাধারণের সামনে যদিও খুবই সৎচরিত্রবান মনে করা হয় কিন্তু নিজের ঘরে বিশেষ করে পিতামাতার হকের ব্যাপারে খুবই কঠোরতা অসদাচরণ করে থাকে এরূপ লোকদের দৃষ্টি আকর্ষণ করতে হযরত আব্দুল্লাহ বিন আমর رَضِیَ اللهُ عَنْہُ এর বর্ণনা উপস্থাপন করছি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না () পিতামাতাকে কষ্ট প্রদানকারী, () দাইয়্যুস এবং () পুরুষের বেশ ধারনকারী মহিলা (মুজামুল আওসাত, /৪৩, হাদীস নং-২৪৪৩)

    মনে রাখবেন! * পিতামাতা কুদরতের অমুল্য উপহার, * পিতামাতার মর্যাদা কোরআন ও হাদীসে বর্ণনা করা হয়েছে, * পিতামাতার আনুগত্য আল্লাহ পাক ও রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টির মাধ্যম, * পিতামাতা সন্তানের সুখের জন্য নিজেদের সুখকে বিসর্জন করে দেন, * পিতামাতার কলিজার রক্ত দ্বারা সন্তানের অস্তিত্ব তৈরী হয়, * পিতামাতা অসুস্থ সন্তানদের দেখে ছটফট করে এবং অশ্রু প্রবাহিত করে, * পিতামাতা অসুস্থ