Book Name:Haqooq Ul Ibad Seerat Un Nabi Ki Roshni Me
(দাঁড়িয়ে গেলেন এবং) নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন। সুতরাং সেই বিবি সাহেবা সেখানে বসলেন। আমি জিজ্ঞাসা করলাম: ইনি কে? লোকেরা বললো: তিনি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সেই মা, যিনি তাঁকে দুধ পান করিয়েছেন। (আবু দাউদ, কিতাবুল আদব, বাবু ফি বিররুল ওয়ালিদাইন, ৪/৪৩৪, হাদীস নং-৫১৪৪)
হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই দু’টি আমল আদব ও সম্মান এবং আনন্দ প্রকাশ করার জন্যই ছিলো। জানা গেলো! সম্মানার্থে দাঁড়ানো জায়িয এবং মানুষ যতই সম্মানিত হোক না কেন কিন্তু নিজের মুরুব্বির (প্রশিক্ষণ প্রদানকারী) সম্মান করবে। দেখো এটা সেই আস্তানা, যেখানে (হযরত) জিব্রাঈল আমিন (عَلَیْہِ السَّلَام) খাদিমের ন্যায় উপস্থিত হতেন কিন্তু সেই বিবি সাহেবার জন্য চাদর বিছিয়ে দেয়া হলো। এতে আমাদের মতো লোকের জন্য শিক্ষা রয়েছে যে, যখন দুধ পানকারীনি দুধমার এরূপ আদব ও সম্মান, তখন আসল পিতামাতার আদব ও সম্মান কিরূপ হওয়া উচিৎ।
(মুফতী সাহেব আরো বলেন:) এই বিশেষ ঘটনাটি হুনাইনের যুদ্ধের সময়কার, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই যুদ্ধ থেকে অবসর হয়েছিলেন, সাহাবীদের সমাবেশে উপবিষ্ট ছিলেন, এমন সময় বিবি হালিমা সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا তাশরীফ নিয়ে এলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর জন্য দাঁড়িয়ে গেলেন এবং যে চাদর মুবারক গায়ে জড়িয়ে ছিলেন, তা তাঁর জন্য বিছিয়ে দিলেন, যতক্ষণ তিনি (رَضِیَ اللهُ عَنْہَا) উপবিষ্ট ছিলেন, অন্য কারো সাথে কথা বলেননি, তাঁর