Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

অর্থাৎ যে মসজিকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে তার প্রিয় (বান্দা) বানিয়ে নেন(মাজমাউজ যাওয়ায়েদ, ২য় খন্ড, ১৩৫ পৃষ্ঠা, হাদীস নং: ২০৩১) মসজিদ পরিস্কারকারী সেখানে অবস্থান করে আল্লাহ পাকের ইবাদতকারী রিয়াজতকারী খুবই সৌভাগ্যবান নিঃসন্দেহে মসজিদ আল্লাহ পাকের অনেক বড় প্রিয় নেয়ামত শয়তানের আক্রমন থেকে বাঁচার জন্য বড় শক্তিশালী ঢাল যেমন- হযরত সায়্যিদুনা আব্দুর রহমান বিন মাকিন رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমাদেরকে বর্ণনা করা হতো যে; اَلْمَسْجِدُ حِصْنٌ حَصِینٌ مِّنَ الشَّیْطٰن অর্থাৎ মসজিদ শয়তান থেকে বাঁচার জন্য এক মজবুত কেল্লা

(মুসান্নিফ ইবনে শায়বা, ৮ম খন্ড, ১৭২ পৃষ্ঠা, নং- )

মসজিদের বিস্ময়কর সৌন্দর্য

    কিন্তু আফসোস! শত কোটি আফসোস! বর্তমান সময়ে শয়তানের ক্ষতি থেকে বাঁচতে মসজিদে ইবাদত ও তিলাওয়াতকারীর সংখ্যা খুবই কম। বরং এখন তো আল্লাহর পানাহ! মুসলমানদের অবস্থা এই পরিমাণ খারাপ হতে চলেছে যে, নামাযের সময় মসজিদ শূন্য দেখা যায়। অথচ শহরে বাজারে সিনেমা হলে ও বিশ্রামাগারে খুব বেশি ভীড় দেখা যায়। মুয়াজ্জিন দিনে পাঁচবার حَیَّ عَلَی الْفَلَاحِ (আসো কল্যাণের দিকে) এর প্রতিধ্বনিত করে মসজিদে আসার দাওয়াত দেন। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে আমরা এই উপস্থিতি থেকে বঞ্চিত। এই জন্য মসজিদের মসল্লী শূন্যতার জন্য অন্তরে আফসোস সৃষ্টিকরুন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদান কৃত ইসলামী ভাইদের ৭২টি নেক আমলের মধ্যে নেক আমল নাম্বার ১ এর উপর আমলের ভালো