Book Name:Hajj Ke Fazail
দিরহাম সদকা করা এক লক্ষ দিরহামের সমান। এমনিভাবে প্রতিটি নেকী একলক্ষ নেকীর সমান।” (ইহইয়াউল উলুম, ১/৭৩৪)
আমাদেরও উচিত, নিজের অন্তরে ইশকে মুস্তফার আলো জ্বালিয়ে রেখে হজ্ব ও যিয়ারতে মদীনা মনোয়ারার আগ্রহকেও অন্তরে ধারণ করা আর নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়ার দৃষ্টির উপর ভরসা রাখা তবে اِنْ شَآءَ الله আমরা গুনাহগারের উপরও অবশ্যই দয়ার দৃষ্টি হবে আর একদিন আমরাও মদীনার সফরে রওয়ানা হয়ে যাবো।
প্রিয় ইসলামী ভাইয়েরা! যেখানে হজ্ব আদায় করার অগণিত ফযীলত রয়েছে, সেখানে হজ্ব ফরয হওয়া সত্ত্বেও হজ্ব আদায় না করার শাস্তিও রয়েছে। যেমনিভাবে
হজ্ব আদায় না করা মন্দ মৃত্যুর কারণ
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যার হজ্ব করার ক্ষেত্রে না প্রকাশ্য কোন প্রয়োজনীয়তা প্রতিবন্ধক হলো, না অত্যাচারী বাদশাহ, না কোন রোগ যা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অতঃপর হজ্ব না করে মারা গেলো, তবে চাই সে ইহুদী হয়ে মারা যাক, না হয় খ্রীষ্টান হয়ে।
(সুনানে দারেমী, ২/৪৫, হাদীস: ১৭৮৫)
জানা গেলো, হজ্ব ফরয হওয়া সত্ত্বেও যে অলসতা করলো আর হজ্ব আদায় না করে মারা গেলো, তবে তার মন্দ মৃত্যু হওয়ার প্রবল আশংকা রয়েছে।
উপকারই উপকার