Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

 

 

 

 

 

 

প্রিয় নবী যখন ডাকেন তখন নিজে নিজেই ব্যবস্থা হয়ে গেলো

    একজন পরহেযগার ব্যক্তির বর্ণনা; আমি ধারাবাহিকভাবে তিন বছর ধরে হজ্বের জন্য দোয়া করছি কিন্তু আমার আশা পূরণ হলো না, চতুর্থ বছর হজ্বের মৌসুম চলছিলো আর অন্তর হেরমে যাওয়ার জন্য ব্যাকুল ছিলো এক রাতে যখন আমি ঘুমালাম তখন আমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠলো, اَلْحَمْدُ لِلّٰه আমি স্বপ্নে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভে ধন্য হলাম প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: “তুমি এই বছর হজ্ব করার জন্য চলে আসোআমার চোখ খুলে গেলো আর অন্তর খুশিতে ভরে গেলো, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই মধুর আওয়াজ কানে প্রতিধ্বনিত হতে লাগলো:তুমি এই বছর হজ্ব করার জন্য চলে আসোপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবার থেকে হজ্ব করার অনুমতি মিলে গিয়েছে, আমি খুব খুশি ছিলাম হঠাৎ স্মরণে আসলো যে, আমার কাছে সফরের খরচ তো নেই! এটা মনে আসতেই আমি ব্যথিত হয়ে গেলাম দ্বিতীয় দিন স্বপ্নে আল্লাহ পাকের প্রিয় হাবীব, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আবার যিয়ারত হলো, কিন্তু আমি আমার অবস্থা সম্পর্কে বলতে পারলাম না এভাবেই তৃতীয় রাতেও স্বপ্নে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবার থেকে হুকুম আসলো: “তুমি এই বছর হজ্ব করার জন্য চলে আসোআমি চিন্তা করলাম প্রিয়