Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

    আমাদের উচিত, যখন এই মোবারক সফরে যাওয়ার সৌভাগ্য অর্জন হয়, তবে এর সম্মান করা অবস্থায় এই বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ রাখা যে, কোন এমন বিষয় যেন প্রকাশ না হয় যাতে সম্পূর্ণ সফর বরবাদ হয়ে যায় অনেক হতভাগা লোক এই পবিত্র স্থানেও ঠাট্টা-তামাশা করা থেকেও বিরত থাকে না আর দুনিয়াবী কথাবার্তায় লিপ্ত থেকে এর সৌভাগ্যতাকে নিঃশেষ করে দিতে দেখা যায় জানিনা এমন এধরণের লোকদের এধরণের কাজের কারণে কতজনের হজ্ব ওমর বরবাদ হয়ে গেছে, আর তাদের আগ্রহ উদ্দিপনায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে এই সফরের সম্মান মর্যাদা সম্পর্কে জানার জন্য আউলিয়া বুযুর্গানে দ্বীন رَحِمَہُمُ الله এর আদর্শ সম্পর্কে অধ্যয়ন করুন, এর বরকতে অন্যান্য সফরকারীও সৌভাগ্যমণ্ডিত হতে পারবে আর তাদের সদকায় অন্যান্য সকল হাজীদেরও হজ্ব কবুল হয়ে যাবে

 

মক্কা মুকাররমার ফযীলত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হায়! আমাদের জীবনে সেই মোবারক মুহুর্তাটা আসুক যেনো আমরাও সম্মানিত মক্কার যিয়ারত নসিব হয় আর সেখানে কাবাতুল্লাহ শরীফের যিয়ারত তাওয়াফের সুন্দর দৃশ্য দেখার সাথে সাথে সেখানে পবিত্র স্থান সমূহের যিয়ারত দ্বারা ধন্য হবো اَلْحَمْدُ لِلّٰه মক্কা মুকাররমা এমন বরকতময় মর্যাদা পূর্ণ শহর যে প্রত্যেক মুসলমান সেটার যিয়ারতের আশা আকাঙ্খা রাখেন আসুন হাদীসে মোবারকার আলোকে সেই পবিত্র শহরের কয়েকটি ফযীলত শুনি