Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেমন মহান দয়ায় বদৌলতে নিজের আশিককে সাহায্য করেছেন আর কেমন চমৎকারভাবে সত্যিকার আশিকের পেরেশানী দূর করলেন, হাজিরির অনুমতিও দান করলেন আর স্বপ্নে এসে দীদারের সূধা দিয়ে ধন্য করে খরচাদির ব্যবস্থা করে দিলেন

    এই ঘটনা থেকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইলমে গাইবের ব্যাপারে ধারণা করা যায় যে, হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের দানক্রমে  ইলমে গাইবের মাধ্যমে না শুধু এটা বলে দিলেন যে, লৌহ বর্ম কোথায় রক্ষিত আছে, বরং এটাও ইরশাদ করলেন: লৌহ বর্ম কার মালিকানাধীন ছিলো?

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হজ্বর ফরয হওয়া

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হজ্ব ইসলামের রুকন সমূহের মধ্যে একটি মূল রুকন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক সামর্থ্যবান লোকের উপর তা ফরয করেছেন, যে (ব্যক্তি) ফরয হওয়ার পরও তা আদায়ে অলসতা (Negligence) করবে তবে সে মারাত্মক গুনাহগার জাহান্নামের হকদার হবে, আল্লাহ পাক ৪র্থ পারার সূরা আলে ইমরানের ৯৭ নং আয়াতে ইরশাদ করেন:

وَ لِلّٰہِ عَلَی النَّاسِ حِجُّ الۡبَیۡتِ مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا ؕ وَ مَنۡ  کَفَرَ فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنِ  الۡعٰلَمِیۡنَ )۹۷(

(পারা , সূরা আলে ইমরান, আয়াত ৯৭)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আল্লাহরই জন্য মানবকূলের উপর সেই ঘরের হজ্ব করা (ফরয) যে সেটা পর্যন্ত যেতে পারে, আর যে অস্বীকারকারী হয়, তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বে-পরোয়া