Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

পুস্তিকা পূরণ করার অভ্যাস গড়ে তুলুন اِنْ شَآءَ الله আপনি নিজের মধ্যে অনেক পরিবর্তন অনুভব করবেন

পবিত্র দরবার উপস্থিত হওয়ার আদব

    সদরুশ শরীয়া বদরুত তরীকা হযরত আল্লামা মওলানা মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাসূলের রওযার যিয়াতের আদব বর্ণনা করতে গিয়ে বলেন: যিয়াতের পূর্বে সকল প্রয়োজন থেকে যেগুলোর ফলে অন্তর বসাটা বাধা হয়ে দাড়ায়, তাড়াতাড়ি অবসর হয়ে সেইগুলো ব্যতিত কোন অনর্থক কাজে লিপ্ত যেনো না হয় সাথে সাথে অযু মিসওয়াক ও গোসল করা উত্তম, সাদা পবিত্র কাপড় পরিধান করবে আর নতুন হলে ভালো, সূরমা ও সুগন্ধী লাগান তবে মুশ্‌ক হলে ভালো, এখন সাথে সাথে পবিত্র আস্তানার দিকে অত্যন্ত নম্রতা ও বিনয়ের সাথে মনোযোগী হয়ে যান, কান্না না আসলে তবে কান্নার ভান করুন এবং অন্তরে কান্নার চেষ্টা করান আর নিজের আন্তরিকতা সহকারে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে প্রার্থনা করুন। এখন মসজিদের নিকট উপস্থিত হন, সালাত ও সালাম আরয করে কিছুক্ষণ অপেক্ষা করুন যেভাবে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট যিয়ারতের অনুমতি চান, بِسْمِ اللهِ বলে ডান পা প্রথমে রেখে বিনয়ীভাবে আদব সহকারে প্রবেশ করুন। সেই সময় যে আদব ও সম্মান ফরয প্রত্যেক মুসলমানের অন্তর জানেন চোখ, কান, মুখ, হাত, পা ও অন্তর সব, অন্য খেয়াল থেকে পবিত্র করুন, পবিত্র মসজিদের নকশা ও সৌন্দর্য দেখবেন না। যদি এমন কোন ব্যক্তি সামনে এসে যায় যাকে সালাম-কালাম করা প্রয়োজন