Book Name:Hajj Ke Fazail
যখন সঠিকভাবে পড়তে পারবে, যদি এ দোয়াগুলো পাঠ করা নাও হয় তবে কোন গুনাহগার হবে না কিন্তু হজ্বের প্রয়োজনীয় মাসআলা না জানা গুনাহ। সুতরাং হজ্ব আদায় করার পূর্বে প্রথম অবসরে তার মাসআলা শিখা ফরয। অন্যথায় এমন যেনো না হয় যে, প্রচুর সম্পদ ব্যয় করার সত্ত্বেও আমাদের বোকামী আর হজ্বের মাসআলা জানার ব্যাপারে অজ্ঞতার কারণে আমাদের হজ্বও আদায় না হয়। হজ্বের মাসআলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত কিতাব রফিকুল হারামাইন, মাকতাবাতুল মদীনা থেকে হাদিয়ার বিনিময়ে ক্রয় করুন, নিজেও পড়ুন এবং হজ্ব ও ওমরা গমনকারীদেরকে উপহার দিন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাজীর নিকট ইশ্কের পূজি থাকা অনেক জরুরী
প্রিয় ইসলামী ভাইয়েরা! হাজী যখন হজ্জ্বে কার্যাদি সম্পন্ন করে ফেলবে তখন তার উচিৎ রাসূলের রওযা যিয়ারতের জন্য পবিত্র মদীনার উদ্দেশ্যে সফরের জন্য রওনা হয়ে যাওয়া কারণ এ পবিত্র জিয়ারত ওয়াজীব। (বাহারে শরীয়াত) সদরুশ শরীয়া, বদরুত তরীকা হযরত আল্লামা মওলানা মুফতি আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হজ্ব যদি ফরয হয় তাহলে হজ্ব করে পবিত্র মদীনা জিয়ারত করবে। হ্যাঁ, যদি পবিত্র মদীনা রাস্তাতে হয় তাহলে যিয়ারত ব্যতিত যাওয়া অনেক বড় বঞ্চনা ও অন্তরের কঠোরতা আর এ যিয়ারতকে হজ্ব কবুল হওয়া এবং দ্বীন-দুনিয়ার