Book Name:Hajj Ke Fazail
মানুষের বিভাগ” নামে প্রতিষ্ঠা করেছে। এই বিভাগ কয়েকটি শহরে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমাতে “বিশেষ মানুষের বিভাগে ইলমে দ্বীন ছড়িয়ে দেয়ার জন্য তরবিয়্যাতী হালকা লাগিয়ে থাকেন। বড় রাতে (১২ভী শরীফ, ১১ভী শরীফ, শবে মেরাজ, শবে বরাত, ইত্যাদিতে) সংগঠিত সুন্নাতে ভরা ইজতিমা সমূহ এবং রমযানুল মোবারকের ইজতিমা ইতিকাফও তাদের তরবিয়্যাতের ব্যবস্থা রয়েছে। যার মধ্যে ইশারা-ইঙ্গিতে মুখে নাত, বয়ান, যিকির ও দোয়ার ব্যবস্থা হয়ে থাকে আর অন্য দেশের ভাষাতে অন্ধ ইসলামী ভাইদের জন্য রিসালাও জারি থাকছে।
আল্লাহ পাকের রহমত আমীরে আহলে সুন্নাতের উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পোশাকের সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১৬৩ মাদানী ফুল” থেকে পোশাকের কিছু সুন্নাত ও আদব শ্রবন করি:
প্রিয়
নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: *
“জ্বিনের দৃষ্টি ও মানুষের লজ্জাস্থানের মাঝখানে
পর্দা হচ্ছে, যখন কেউ কাপড় খুলে তবে যেন
بِسْمِ الله
পাঠ করে নেয়।” (আল মুজামুল আওসাত, ২য় খন্ড, ৫৯
পৃষ্ঠা, হাদীস নং-