Book Name:Hajj Ke Fazail
ইহরাম বাঁধবে অতঃপর ওমরার আহকাম পালণ করার পর এই সফরে হজ্বের ইহরাম বাঁধা হয়। (৩) কিরান অর্থাৎ ওমরা ও হজ্ব উভয়ের একটা ইহরাম বাঁধা হয়, এতে ওমরা আদায় করার পর ইহরামের বিধান শেষ হয় না বরং প্রতিষ্ঠিত থাকে। ওমরা বিস্তারিত কিছুটা এরকম যে, ওমরায় শুধুমাত্র ইহরাম বেঁধে খানায়ে কাবার তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ করে হলক করা (মাথা মুণ্ডানো) হয়। হজ্ব ও ওমরা উভয়ের প্রত্যেকটি মাসয়ালার মধ্যে অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। এজন্য বাহারে শরীয়াত ৬ষ্ঠ অংশের অধ্যয়ন করুন।
হজ্বের ফযীলত:
اَلْحَمْدُ لِلّٰه প্রতি বছর লাখো মুসলমান এই ফরয আদায়ের জন্য একই রকম পোশাক পরিধান করে হেরমের পবিত্র ভূমিতে একত্রিত হয়, এই মুহুর্তটি হাজীদের জন্য কোন মহান নেয়ামত থেকে কম নয়। কেননা, আল্লাহ পাক সেই সৌভাগ্যবানদের উপর বিশেষ অনুগ্রহ করে থাকেন এবং তাদের হজ্বের পরিবর্তে এমন মহান নেয়ামত দ্বারা ধন্য করেন, যার সম্পর্কে শুনে মুসলমানদের অন্তরেও সেই পবিত্র স্থানের যিয়ারতের আগ্রহ ও আকাংখা আরো বৃদ্ধি পেতে থাকে, আসুন! হজ্বের ফযীলত ও হাজীদের অর্জিত আল্লাহ পাকের নেয়ামত সম্পর্কে প্রিয় নবী, রাসূলে আরবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৪টি বাণী শ্রবন করি:
১. ইরশাদ করেন: হাজী নিজের পরিবারের মধ্য হতে ৪০০ (মুসলমানের) শাফায়াত করবে এবং গুনাহ হতে এমনভাবে বের