Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

মৃত্যুবরন করলো তবে তার জন্য কিয়ামত পর্যন্ত হজ্বের সাওয়াবও লেখা হয়ে থাকে মনে রাখবেন! মক্কা শরীফ মদীনা শরীফের উপস্থিতি এমনি অমূল্য সুযোগ যে, তা সৌভাগ্যবানদেরই অর্জিত হয়, কতইনা সম্পদশালী লোক দিনরাত লন্ডন প্যারিসের সুন্দর স্বপ্ন দেখে আর অনেকে তো এসব দেশ ভ্রমনে আনন্দিতও হয়ে যায় কিন্তু সামর্থ্য (Ability) থাকার পরও হজ্বের মতো গুরুত্বপূর্ণ ফরয এবং রওযায়ে রাসূলের উপস্থিতির সৌভাগ্য থেকে বঞ্চিত রয়ে যায়, কিন্তু অনেক আশিকানে মক্কা মদীনা খুবই গরীব হওয়ার পরও সত্যিকার ব্যকুলতা একনিষ্টতা এবং দৃঢ়তার সাথে দোয়া করে থাকে, আর তাই আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে তাদের হজ্ব মদীনা শরীফে উপস্থিতির সৌভাগ্য দান করেন

    যে সৌভাগ্যবানদের এই সৌভাগ্য নসীব হয়, সে যেন তার সৌভাগ্যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে আর এই সফরে আল্লাহ পাকের রহমতের প্রতি লক্ষ্য রেখে নিজের গুনাহ সমূহকে স্মরণ করে এবং সেই মোবারক সফরকে দুনিয়াবী অন্যান্য সফরের ন্যায় বিনোদন (Entertainment) মনে করে এই মোবারক মুহুর্তগুলোকে অযথা নষ্ট না করে আর হেরমের হুদুদে (সীমানায়) পৌঁছে সর্বদা ইবাদত তিলাওয়াত এবং নেক আমলের আধিক্যে নিজের সময় অতিবাহিত করে কেননা, মক্কা শরীফে একটি নেকীর সাওয়াব এক লক্ষ নেকীর সমান অর্জিত হয়

    হযরত সায়্যিদুনা হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত রয়েছে: মক্কা শরীফে একদিনের রোযা এক লক্ষ রোযার সমান। এক