Book Name:Hajj Ke Fazail
৫৬) অতঃপর ৭০বার: “صَلَّی اللہُ عَلَیْکَ یَارَسُوْلَ الله” আরয করবে তবে ফেরেশতা এর উত্তরে এভাবে বলবে: “হে অমুক! তোমার উপর আল্লাহ পাকের রহমত হোক। এবং তার কোন হাজত অবশিষ্ট থাকবে না।”
(আল মাওয়াহিবুদ দুনিয়া, মকসাদাল আশির, ৩/৪১২)
যতক্ষণ পর্যন্ত জিহ্বা সঙ্গ দিবে,
অন্তর থেকে বিভিন্ন উপাধির
সাথে সালাম আরয
করতে থাকুন,
যদি উপাধি স্মরণ
না থাকে তাহলে
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ
الله এটা বার
বার বলতে থাকুন,
যে সেব লোকেরা
আপনাকে সালাম আরয করতে বলেছে
তাদের সালামও আরয করুন। এখানে খুব
ভালোভাবে দোয়া করুন এবং
বারংবার এভাবে সূপারিশের ভিক্ষা করুন: اَسْئَلُکَ
الشَّفَاعَۃَ یَارَسُولَ اللّٰہِ صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ
وَسَلَّم! আপনার সুপারিশের
ভিখারী।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিশেষ ব্যক্তির জন্য স্পেশাল বিভাগ:
اَلْحَمْدُ لِلّٰهِ আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী যেখানে সারা দুনিয়াতে দ্বীনি-ইসলামের প্রচারের কাজে নিয়োজিত রয়েছে আর সমাজের ঐ স্তরের লোক যাদের দিকে লোকেরা মনোযোগ দেয় না তাদের মধ্যে ইলমে দ্বীন ছড়িয়ে দিতে প্রচেষ্ঠায় রয়েছে। অন্ধ, বধির ও বোবা ইসলামী ভাইদের অসাবধানতা ও দ্বীনি পরিবেশ থেকে দূরে থাকার কারণে ইলমে দ্বীন ও মৌলিক ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, দাওয়াতে ইসলামী সেই ইসলামী ভাইয়দের মধ্যে নেকীর দাওয়াত পৌঁছানোর জন্য দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি বিভাগ“বিশেষ