Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

অতঃপর যখন পবিত্র মদীনার উপস্থিতি অনুভূতি শুনা যায় তখন হৃদয়ের মৃত কলি ফুটে উঠে, প্রেমের আগুন জ্বলে উঠে এবং পৃথিবীতে নিজের জীবন উৎসর্গ দেয়ার ইচ্ছায় অন্তর ব্যাকুল হয়ে উঠে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মদীনা শরীফের দিকে যাওয়ার সময় পুরো রাস্তাতে সম্ভব হলে খালিপায়ে, দৃষ্টি নত করে সফর করুন, যখন মসজিদে নববীর নিকটতম পৌছে যাবেন আর সেই সবুজ সবুজ গম্বুজ আলোকময় মিনার দৃষ্টিগোছর হয় তখন খুব আগ্রহ উৎসাহ এবং চমৎকার ভাবে দরুদে পাকের পুষ্প পেশ করুন এবং রাসূলের রওযায় উপস্থিত হওয়ার আদবকেও সামনে রাখুন

নেক আমর নম্বর এর উৎসাহ:

    নিজের দৃষ্টিকে হেফাযতের উৎসাহের উপর সম্ভলিত শায়খে তরিকত আমিরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২টি নেক আমলেরমধ্যে একটি আমল নম্বর ৯ও রয়েছে; আপনি কি আজ চোখকে বিভিন্ন গুনাহ (অর্থাৎ কুদৃষ্টি, সিনেমা-নাটক, মোবাইলে খারাপ ছবি ও ভিডিও, নামুহরিম মহিলা এবং চাচাত, ফুফাত, মামাত, খালাত বোনদের দেখা) থেকে বাঁচিয়েছেন? এ নেক আমলের উপর আমল করার বরকতে চোখের গুনাহ থেকে মুক্তি হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা! আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২টি নেক আমলএর