Book Name:Hajj Ke Fazail
মক্কার গরমের উপর ধৈর্যধারণের ফযীলত
হযরত আনাস বিন
মালিক رَضِیَ
اللهُ عَنْہُ থেকে বর্ণিত;
নবী
করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ
করেন:” যে ব্যক্তি মক্কার
গরমের মধ্যে এক মুহুর্ত ধৈর্য
ধারণ করবে জাহান্নাম
তার কাছ থেকে
একশত বছরের দূরুত্বে
থাকবে।
(ইখবারে মক্কাতুল লিল ফাকিহী,
হাদীস: ১৫৬৫/১৫৬৬,
২খন্ড,
৩১০-৩১১)
হযরত সাঈদ বিন জুবাইর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যে ব্যক্তি একদিন মক্কাতে অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই নেক আমলের সাওয়াব দান করেন যেটা সেই ব্যক্তি সাত বছর ধরে করতেছে (কিন্তু রোগের কারণে করতে পারছেন না) আর যদি সেই (রোগ) মুসাফিরের হয় তবে দ্বিগুণ প্রতিদান দান করবে।
রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তির হজ্ব কিংবা ওমরা করার নিয়্যত ছিলো আর তার হারমাইনে অর্থাৎ মক্কা কিংবা মদীনাতে মৃত্যু এসে গেলো, তাহলে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন এভাবে উঠাবেন যে তার উপর না হিসাব হবে আর না আযাব হবে, অন্য একটি রেওয়াতে রয়েছে: সেই কিয়ামতের দিন নিরাপত্তা লাভকারী লোকদের মাঝে উঠানো হবে। (মুসান্নিফ আব্দুর রযযাক, ৯/১৭৪, হাদীস: ১৭৪৭৯)
মক্কা মুকাররমায় সতর্ক থাকুন
মক্কা মুকাররমায় প্রতিটি মুহুর্তে রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষন হতে থাকে, দয়া ও অনুগ্রহের দরজা কখনো বন্ধ হয়না, প্রার্থনাকারী কখনো বঞ্চিত হয়ে আসে না। সম্মানিত মক্কা মুকাররমায় একটি নেকী লাখ নেকীর সমান কিন্তু এটা মনে রাখবেন, সেখানে একটি গুনাহও লাখ গুনাহের সমান। আফসোস