Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

ফেরেশতা আহবান করবে: হে কাবা! তাদের মধ্যে এমন লোকও হয়তো থাকবে যারা তোমার তাওয়াফের পর গুনাহ সম্পাদন করেছে এবং সেটার উপর বহাল থেকে নিজেদের উপর জাহান্নাম ওয়াজিব করে নিয়েছে তখন কাবা আরয করবে:হে আল্লাহ পাক! এসব গুনাহগারের হকেও আমার সুপারিশ কবুল করো যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুতরাং আল্লাহ পাক ইরশাদ করবেন: আমি তাদের হকে তোমার সুপারিশ কবুল করলাম তখন সেই ফিরিশতা আহবান করবে: যারা কাবার যিয়ারত করে ছিলেন তারা অন্যান্য লোকদের থেকে পৃথক হয়ে যাও আল্লাহ পাক তারা সবাইকে কাবার পাশে একত্রিত করে দিবেন তাদের চেহারা সাদা হয়ে যাবে এবং তারা জাহান্নাম থেকে নির্ভীক হয়ে তাওয়াফ করতে করতে লব্বায়িক বলবে অতঃপর ফেরেশতা আহবান করবে: হে আল্লাহ পাকের কাবা! চলো তখন কাবা শরীফ এভাবে লব্বায়িক বলবে: لَبَّیْکَ اَللّٰھُمَّ لَبَّـیْکَ، وَالْخَیْرُ کُلُّہٗ، بِیَدَیْکَ، لَبَّـیکَ لَا شَرِیْکَ لَکَ لَبَّـیْکَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَۃَ لَکَ وَالْمُلْکَ لَا شَرِیْکَ لَکَঅতঃপর ফেরেশতা কাবাকে টেনে হাশরের ময়দান পর্যন্ত নিয়ে যাবে

(আর রাওযাতুল ফায়িক, ২২ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হাজীদের জন্য হজ্বের প্রয়োজনী মাসআলা শিখা ফরয

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হজ্ব আদায় কারীদের জন্য হজ্বের প্রয়োজনীয় মাসআলা জানা ফরয অধিকাংশ হাজীগণ তাওয়াফ ও সাঈ ইত্যাদিতে পাঠ করা হয় এমন আরবী দোয়ার প্রতি বেশি আকর্ষন হয়ে থাকে যদিও এগুলো অনেক ভালো তবে