Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

এসো! ফেরেশতা যাবে সেটাকে শিকল দিয়ে বেঁধে টানবে আর একজন ফেরেশতা আহবান করবে:হে আল্লাহর ঘর কাবা! চলো। তখন কাবা শরীফ বলবে:আমি যাবো না, যতক্ষণ পর্যন্ত আমার চাওয়া পূর্ণ হবে না। আসমান থেকে একজন ফেরেশতা আহবান করবে: তাহলে চাও! তখন কাবা আল্লাহ পাকের দরবারে আরয করবে: হে আল্লাহ পাক! তুমি আমার আশেপাশে দাফনকৃত মুমিনের প্রতিবেশির হকে আমার সুপারিশ কবুল করো সুতরাং কাবা শরীফ থেকে একটি আওয়াজ শুনা যাবে: আমি তোমার চাওয়া কবুল করেছি। হযরত ওহাব বিন মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ! বলেন: অতঃপর মক্কা মুকাররমাতে দাফনকৃতদের উঠানো হবে যাদের চেহারা সাদা হবে। তারা সাবাই ইহরাম অবস্থায় কাবার আশে পাশে একত্রিত হয়ে তালবিয়া (অর্থাৎ লব্বায়িক) বলতে থাকবে। অতঃপর ফেরেশতা বলবে: হে কাবা! এখন চলো। তখন কাবা বলবে: আমি যাবো না, যতক্ষণ পর্যন্ত আমার আবেদন কবুল হয়ে যাবে না।তখন আসমান থেকে আহবান করবে: তুমি আবেদন করো তোমাকে দেওয়া হবে। তখন কাবা শরীফ বলবে: হে আল্লাহ পাক! তোমার গুনাহগার বান্দা যারা একত্রিত হয়ে দূর-দূরান্ত থেকে ধুলিময়ে আমার নিকট এসেছে। তারা নিজের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের ছেড়ে তারা একান্ত যিয়ারতের আগ্রহে বের হয়ে তোমার নির্দেশ অনুযায়ী হজ্বের আহকাম আদায় করেছে, তাই আমি তোমার নিকট আবেদন করছি: তাদের হকে আমার সুপারিশ কুবল করো তখন একজন